মো: আব্দুল লতিফ জনি-
—————————//
একুশ মোদের আত্মত্যাগের অমর ইতিহাস-
বিশ্ববাসী দেখলো বাংলার কঠিন এক বিশ্বাস॥
বর্গী গেলো, ফিরিঙ্গী গেলো আসলো নতুন জাতি—
মসনদে বসেই ধরলো চেপে পরাধীনতার ছাতি॥
বাংলা মায়ের সন্তানেরা উঠলো জেগে রণে-
রফিক, শফিক জব্বার , বরকতের জীবনবলি দানে ॥
বাংলা মায়ের আঁছল যেনো রক্ত মাখা সূর্য –
স্বাধীনতার উন্মাদনায় উঠলো জেগে তূর্য॥
৭১ এর রণাঙ্গনে লড়লো বীরের বেশে –
লক্ষ শহীদের রক্তে রঙ্গীন স্বাধীনতা এলো শেষে॥
মাটি পেলাম , পতাকা পেলাম পেলাম না অধিকার-
এখনো যে শঙ্কা জাগে, জাগে প্রজন্মের হুংকার।
শহীদের রক্তে এখনও যে রাজপথ সিক্ত লাল রঙ্গে-
অধিকার আদায়ে জেগে আছে জাতি প্রতিক্ষায় ক্ষণে ক্ষণে॥
মন্তব্য করুন