নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আসছে ১০ সেপ্টেম্বর ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)। কমিশনের উপসচিব মো. মাহবুব আলম শাহ স্বাক্ষরিত নির্দেশনায় এ তথ্য জানানো হয়েছে।
নির্বাচন কমিশন জানায়, নীতিমালা অনুযায়ী এলাকাভিত্তিক ভোটকেন্দ্র ও ভোটকক্ষ নির্ধারণ করে খসড়া তালিকা প্রকাশ করা হবে। এর পর ২৫ সেপ্টেম্বর পর্যন্ত সংশ্লিষ্ট ব্যক্তিরা খসড়া তালিকার বিরুদ্ধে দাবি-আপত্তি জমা দিতে পারবেন।
প্রাপ্ত দাবি-আপত্তি ১২ অক্টোবরের মধ্যে নিষ্পত্তি করে ২০ অক্টোবর প্রকাশ করা হবে সম্ভাব্য চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকা।
ইসি সূত্রে জানা গেছে, ভোটকেন্দ্র নির্ধারণের পুরো প্রক্রিয়া নীতিমালার আলোকে সম্পন্ন করা হবে যাতে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত হয়।
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : প্রধান উপদেষ্টা : মো. আবদুল লতিফ জনি, সম্পাদক ও প্রকাশক : মাহাবুবুল হক, ১১ ইব্রাহিম ম্যানশন (৫ম তলা),পুরানা পল্টন, ঢাকা-১০০০।। ফোন নাম্বার-+8809697648889/ +8809638548103 , ওয়েবসাইট : www.shirsoaparadh.com, Email: editor.dso@gmail.com,
স্বত্ব © ২০১২-২০২৪ দৈনিক শীর্ষ অপরাধ