অনলাইন ডেস্ক : আফ্রিকার দেশ নাইজেরিয়ায় ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে। কাটসিনা রাজ্যের মালুমফাশি এলাকার উঙ্গুয়ান মানতাউ গ্রামে ফজরের নামাজের সময় বন্দুকধারীরা মসজিদে ঢুকে এলোপাতাড়ি গুলি চালায়। এতে অন্তত ২৭ জন মুসল্লি নিহত ও আরও কয়েকজন আহত হয়েছেন।
স্থানীয় গ্রামপ্রধান ও হাসপাতালের কর্মকর্তারা জানিয়েছেন, মঙ্গলবার ভোরে নামাজের সময় হঠাৎ হামলায় মসজিদজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি।
উত্তর-পশ্চিম ও উত্তর-মধ্য নাইজেরিয়ায় প্রায়ই সশস্ত্র হামলার ঘটনা ঘটে। বিশেষ করে জমি ও পানির সীমিত প্রাপ্যতা নিয়ে কৃষক ও পশুপালকদের সংঘাত ভয়াবহ রূপ নিচ্ছে। গত জুনেও একই ধরনের এক হামলায় শতাধিক মানুষের প্রাণহানি ঘটে।
মঙ্গলবারের ঘটনার পর এলাকাজুড়ে সেনা ও পুলিশ মোতায়েন করা হয়েছে বলে নিশ্চিত করেছেন রাজ্যের কমিশনার নাসির মুয়াজু।
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : প্রধান উপদেষ্টা : মো. আবদুল লতিফ জনি, সম্পাদক ও প্রকাশক : মাহাবুবুল হক, ১১ ইব্রাহিম ম্যানশন (৫ম তলা),পুরানা পল্টন, ঢাকা-১০০০।। ফোন নাম্বার-+8809697648889/ +8809638548103 , ওয়েবসাইট : www.shirsoaparadh.com, Email: editor.dso@gmail.com,
স্বত্ব © ২০১২-২০২৪ দৈনিক শীর্ষ অপরাধ