৩ আগস্টের মধ্যে সংশোধিত নথিপত্র জমা দিতে নির্দেশ
নিজস্ব প্রতিবেদক
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন চেয়ে দেওয়া আবেদনে ছয়টি বড় ঘাটতি চিহ্নিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। এই ঘাটতিগুলো ৩ আগস্টের মধ্যে সংশোধন করে যথাযথ নথি জমা দিতে এনসিপিকে চিঠি দিয়েছে কমিশন।
আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এনসিপিসহ মোট ১৪৪টি দল নিবন্ধনের জন্য ইসিতে আবেদন করেছে। আইন অনুযায়ী, দল হিসেবে নিবন্ধনের জন্য নির্দিষ্ট কিছু শর্ত পূরণ আবশ্যক। প্রাথমিক যাচাইয়ে এনসিপির আবেদনে উল্লেখযোগ্য ঘাটতির তথ্য পায় নির্বাচন কমিশন।
চিঠিতে যেসব ঘাটতির কথা বলা হয়েছে তা হলো:
ইসি আরও জানায়, দলের নথিতে এই মর্মে কোনো ঘোষণা নেই যে—দলটি সংবিধান পরিপন্থী কোনো কার্যক্রমে জড়িত নয় কিংবা আন্তর্জাতিক অপরাধ আইন বা কোলাবোরেটর অর্ডারে দণ্ডপ্রাপ্ত কেউ দলের সদস্য নন।
এ বিষয়ে এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব গণমাধ্যমকে জানান, “আমরা নির্বাচন কমিশনের চিঠি পেয়েছি এবং নির্ধারিত সময়ের মধ্যেই সংশোধিত নথিপত্র জমা দেব।”
মন্তব্য করুন