কবিঃ- জেসমিন জাহান নিপা
বলোনা কি ভুলে আমায়?
কেনো বারে বারে কাঁদায়
মধুর মধুর স্মৃতি
এখনো সে মিষ্টি হাসে
চোখের জলে যেনো ভাসে
কিছু অণুস্মৃতি!!!
মনে পড়েনা কি হলো তেমন
চাইনি আমি কিছুই এমন
স্বপ্ন এলোমেলো
রঙ তুলিতে ছিলো সবই
তোমায় নিয়ে আঁকা ছবি
সবটাই মুছে গেলো ।।।
বৃথায় বৃথায় সকল আশা
করলে এমন সর্বনাশা
ছোট আবদারে!
ইচ্ছে করে আবার ডাকি
পিছু টানে চেয়ে থাকি
মনে পড়ে তারে!!!
ছিলো কথা রবে পাশে
শিশির যেমন জড়ায় ঘাসে
তোমার মিথ্যে আশা
ভুলিতে পারিনি তাকে
কথা হতো কাজের ফাঁকে
বুঝেনি সে ভাষা!!!
চাঁদনী রাতে প্রথম দেখা
শুরু করি কাব্য লেখা
সময় খুবই অল্প
হঠাৎ এলো ঝড়ের মতো
বারন ছিলো শতো শতো
থেমে গেছে গল্প!!!
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : ১১ ইব্রাহিম ম্যানশন (৫ম তলা),পুরানা পল্টন, ঢাকা-১০০০।। ফোন নাম্বার-+8809697648889/ +8809638548103 , ওয়েবসাইট : www.shirsoaparadh.com, Email:editor.dso@gmail.com, shirsoaparadhnews@gmail.com
স্বত্ব © ২০১২-২০২৪ দৈনিক শীর্ষ অপরাধ