নেত্রকোনা জেলা প্রতিনিধি:
নেত্রকোনা সদরে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় এক যুবক নিহত হয়েছেন। রোববার দুপুরে উপজেলার চল্লিশা ইউনিয়নের লাইট গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় তিনজন আহত হয়েছেন।
নিহত খায়রুল ইসলাম (৩২) ওই ইউনিয়নের বামনীকোনা গ্রামের আব্দুল মোতালেবের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জেলা সদরের লাইট গ্রামের আব্দুস সাত্তারের সঙ্গে এলাকার রাকেল মিয়ার দীর্ঘদিন যাবৎ জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে আজ দুপুরে ওই জমিতে খুঁটি বসাতে গেলে দুই পক্ষের মাঝে ঝগড়া সৃষ্টি হয় এবং একপর্যায়ে তাঁরা দেশীয় অস্ত্র রামদা, লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে আব্দুস সাত্তারের পক্ষের খায়রুল ইসলামসহ চারজন গুরুতর আহত হয়।
পরে তাঁদের উদ্ধার করে নেত্রকোনা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক খায়রুল ইসলামকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত আব্দুস ছাত্তার, রোকিয়া আক্তার ও আজাহার মিয়াকে প্রাথমিক চিকিৎসা শেষে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) লুৎফুর রহমান জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : এম এস প্লাজা, ২৮/১/বি, (৩য় তলা), টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।ফোন নাম্বার-+8809697648889/ +8809638548103 , ওয়েবসাইট : www.shirsoaparadh.com, Email:editor.dso@gmail.com, shirsoaparadhnews@gmail.com
স্বত্ব © ২০১২-২০২৪ দৈনিক শীর্ষ অপরাধ