একরামুল হক : ১৯ মার্চ ২৫ (বুধবার) আল- নিজাম বাংলাদেশ ওভারসিজ এর স্বত্বাধিকারী নিজাম উদ্দিনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। আল নিজাম বাংলাদেশ ওভারসিজ এর ঢাকা, ফকিরাপুল কার্যালয়ে ইফতারের কার্যক্রম সফলভাবে শেষ হয়। উক্ত ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন যথাক্রমে সেলিম আজম ইন্টারন্যাশনাল লিমিটেড এর স্বত্বাধিকারী এবিএম শফিউল আজম, স্বপ্নীল এর চেয়ারম্যান মনজুরুল আলম টিপু, ঢাকাস্থ দাগনভূঁইয়া যুব ফোরাম সভাপতি গোলাম আজাদ বুলবুল, প্রাইম ট্রেড ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী তাজুল ইসলাম লিটন, মেঘনা লাইফের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট একরামুল হক, পাঞ্জেরী গ্লোবাল সার্ভিসের স্বত্বাধিকারী জিয়াউদ্দিন আহমেদ ডালিম, ঢাকাস্থ দাগন ভুঁইয়া যুব ফোরামের সহ-সভাপতি গোলাম মাওলা বাহার, ঢাকাস্থ দাগন ভুঁইয়া যুব ফোরামের সহ-সভাপতি লোকমান হোসেন, ফয়সাল ইলেকট্রনিক্সের স্বত্বাধিকারী কামাল উদ্দিন, ব্যবসায়ী দিদারুল আলম ,সাইফুল ইসলাম ও লিটন। এছাড়াও বিশিষ্ট ব্যবসায়ী ও বিশিষ্ট নাগরিক গণ ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন। ইফতারের পূর্বে দেশে জাতির কল্যাণে মোনাজাত করা হয়।
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : এম এস প্লাজা, ২৮/১/বি, (৩য় তলা), টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।ফোন নাম্বার-+8809697648889/ +8809638548103 , ওয়েবসাইট : www.shirsoaparadh.com, Email:editor.dso@gmail.com, shirsoaparadhnews@gmail.com
স্বত্ব © ২০১২-২০২৪ দৈনিক শীর্ষ অপরাধ