মো: আব্দুল লতিফ জনি-
:::::::::::::::::::::::::::::::::::
সাজায় সৌরভে গর্বীত গৌরবে আজি বসন্ত মম দ্বারে--
পুস্প পল্লবে ভরা নব যৌবনে চিত্ত হেরিছি তব কাতরে।
ভ্রমরের গুন্জনে পাখীদের কুন্জনে উদাস লগ্নের বেলা বহে যায়--
তৃষিত চাতকির পুন্জিভুত দহনে বিষাদিত মন কাঁদে বিরহ বেদনায় ।।
পত্র ছত্রে পাহাড়ী অরন্য ফুলে ফুলে একাকার-
নীলিমার নীহারিকা, দুর দিগন্ত ছাড়িয়া একা ,করে শুধু হাহাকার।।
ফুটন্ত পদ্মে জলা ভরা “সরোবর” জ্যোস্নায় বিমোহিত রজনী--
অমানিশার আঁধারে খুঁজে ফিরে প্রেয়সী; দুরন্ত লোভাতুর স্বজনি।।
সাগরের তীরে বসে বালু চরে গড়ে ফুল শয্যা--
স্বপ্নের তিরোধানে পাষান হৃদয়ে হানে লুকোচুরি করে যেনো লজ্জা।।
ফাগুনের আগুনে উতলিয়া উঠে যেনো নীরব নিবৃত তনুমন--
বাসন্তী আবেশে সুজনের পরশে কপোত কপোতী চাহে মধুক্ষন।
নিকেতন - গুলশান -১
ঢাকা-
◦
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : এম এস প্লাজা, ২৮/১/বি, (৩য় তলা), টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।ফোন নাম্বার-+8809697648889/ +8809638548103 , ওয়েবসাইট : www.shirsoaparadh.com, Email:editor.dso@gmail.com, shirsoaparadhnews@gmail.com
স্বত্ব © ২০১২-২০২৪ দৈনিক শীর্ষ অপরাধ