নিজস্ব প্রতিবেদক
শিক্ষা, পানিসম্পদ ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ে নতুন সচিব নিয়োগ দিয়েছে সরকার। সোমবার (১৮ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়।
শিক্ষা মন্ত্রণালয়:
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব পদে নিয়োগ পেয়েছেন রেহানা পারভীন। তিনি জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের (এনএসডিএ) নির্বাহী চেয়ারম্যান (সচিব) হিসেবে দায়িত্ব পালন করছিলেন। উল্লেখযোগ্য বিষয় হলো—শিক্ষা মন্ত্রণালয়ের ইতিহাসে এই প্রথম কোনো নারী সচিব হলেন রেহানা পারভীন।
পানিসম্পদ মন্ত্রণালয়:
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোকাব্বির হোসেনকে বদলি করে পানিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব করা হয়েছে। গতকাল রোববার এ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান অবসরোত্তর ছুটিতে (পিআরএল) গেছেন।
সমাজকল্যাণ মন্ত্রণালয়:
অর্থ বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব মোহাম্মদ আবু ইউছুফ সচিব পদে পদোন্নতি পেয়ে সমাজকল্যাণ মন্ত্রণালয়ে নিয়োগ পেয়েছেন। এ মন্ত্রণালয়ের আগের সচিব মো. মহিউদ্দিন ৪ আগস্ট অবসরে যান।
প্রসঙ্গত, গত ২৩ জুলাই শিক্ষার্থীদের আন্দোলনের মুখে শিক্ষা মন্ত্রণালয়ের তৎকালীন সিনিয়র সচিব (চুক্তিভিত্তিক) সিদ্দিক জুবায়েরকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছিল।
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : প্রধান উপদেষ্টা : মো. আবদুল লতিফ জনি, সম্পাদক ও প্রকাশক : মাহাবুবুল হক, ১১ ইব্রাহিম ম্যানশন (৫ম তলা),পুরানা পল্টন, ঢাকা-১০০০।। ফোন নাম্বার-+8809697648889/ +8809638548103 , ওয়েবসাইট : www.shirsoaparadh.com, Email: editor.dso@gmail.com,
স্বত্ব © ২০১২-২০২৪ দৈনিক শীর্ষ অপরাধ