দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি :
কুমিল্লার জেলার দাউদকান্দি উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে পরিচয়পর্ব ও মতবিনিময় করেছেন নবযোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার নাছরীন আক্তার।
সোমবার (১৮ আগস্ট) বেলা ১২ টায় উপজেলা পরিষদ হলরুমে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
পরিচয়পর্ব এবং মতবিনিময় সভায় বিভিন্ন অসঙ্গতি ও সমস্যা তুলে ধরেন দাউদকান্দি উপজেলার সকল সাংবাদিকরা । উপজেলা নির্বাহী অফিসার নাছরীন আক্তার সমস্যাগুলোর নোট নেন এবং এর সমাধানে চেষ্টা চালাবেন বলে সাংবাদিকদের আশ্বস্ত করেন।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন দৈনিক কালের কণ্ঠের প্রতিনিধি ওমর ফারুক মিয়াজী, দৈনিক দেশ রূপান্তরের মো. জাকির হোসেন হাজারী, দৈনিক নয়া দিগন্তের হানিফ খান, দৈনিক সময়ের আলোর মোহাম্মদ আলী শাহিন, ডেইলি অবজারভারের কামরুল হক চৌধুরী, দৈনিক জনকণ্ঠের মো. শামীম রায়হান, দৈনিক ইত্তেফাকের মো. শরীফ প্রধান, বাংলাদেশ টুডের হোসাইন মোহাম্মদ দিদার, দৈনিক ইনকিলাবের মো. সেলিম, দৈনিক কুমিল্লার কাগজের আলমগীর হোসেন, বিজনেস বাংলাদেশ মফস্বল ইনচার্জ ইমরান মাসুদ, দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার এস এম শাহজালাল সাইফুল , দৈনিক মুক্ত খবরে মোহাম্মদ আনিস খান, ডেইলী বাংলাদেশ আপডেট পত্রিকার রাসেল সুমন, দৈনিক সকালের সময় পত্রিকার মো. শরীফুল ইসলাম , আনন্দবাজারের মাসুম বিন ইদ্রিস ও মো. তৌফিক রুবেল । এ সময় উপস্থিত ছিলেন মো. শাহাবুদ্দিন, আহনাফ তিহামী দাউদকান্দি উপজেলা প্রতিনিধি, দি ডেইলি ট্রাইবুনাল, মো. মনির হোসেন, মো. রাজিব হোসেন জয়, মো. সাদ্দাম হোসেন দৈনিক স্বদেশ কন্ঠ লিমন হোসেন , শাহানাজ আক্তার সুমনা প্রমুখ।
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : প্রধান উপদেষ্টা : মো. আবদুল লতিফ জনি, সম্পাদক ও প্রকাশক : মাহাবুবুল হক, ১১ ইব্রাহিম ম্যানশন (৫ম তলা),পুরানা পল্টন, ঢাকা-১০০০।। ফোন নাম্বার-+8809697648889/ +8809638548103 , ওয়েবসাইট : www.shirsoaparadh.com, Email: editor.dso@gmail.com,
স্বত্ব © ২০১২-২০২৪ দৈনিক শীর্ষ অপরাধ