নিজস্ব প্রতিবেদক:
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষে নিহতদের মরদেহ প্রয়োজনে কবর থেকে তুলে ময়নাতদন্ত করা হতে পারে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র বিষয়ক উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
শনিবার (১৯ জুলাই) দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “সঠিক তদন্তের স্বার্থে প্রয়োজনে কবর থেকে মরদেহ উত্তোলন করে ময়নাতদন্ত করা হবে।”
উল্লেখ্য, গত ১৬ জুলাই এনসিপির পদযাত্রাকে কেন্দ্র করে গোপালগঞ্জে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। ওইদিনই চারজন নিহত হন বলে হাসপাতাল সূত্র নিশ্চিত করেছিল। পরদিন শুক্রবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান আরও একজন। তবে জানা যায়, ওই চারজনের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই দাফন ও সৎকার করা হয়েছে।
নিহতদের পরিবারের দাবি, হাসপাতাল বা প্রশাসনের পক্ষ থেকে তারা কোনো সহায়তা পাননি, ফলে বাধ্য হয়ে মরদেহগুলো ময়নাতদন্ত ছাড়াই দাফন করতে হয়।
অন্যদিকে, পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, উত্তেজিত জনতা হাসপাতাল থেকে মরদেহ নিয়ে যাওয়ায় ময়নাতদন্ত সম্ভব হয়নি।
আইন বিশেষজ্ঞরা মনে করছেন, ময়নাতদন্ত না হলে তদন্ত ও বিচার প্রক্রিয়ায় প্রতিবন্ধকতা সৃষ্টি হতে পারে। তবে স্বরাষ্ট্র উপদেষ্টার এই মন্তব্য আদালতের নির্দেশনাকে সহজ করে দিতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
মন্তব্য করুন