আব্দুল আজিজ কুমিল্লা প্রতিনিধি:
দেশে জুলাই গণ-অভ্যুত্থানে আওয়ামী ফ্যাসিস্ট সরকারের হাতে নিহত সকল শহীদদের স্মরণে মৌন মিছিল ও কালো ব্যাজ ধারণ কর্মসূচি পালন করেছে তিতাস উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
শুক্রবার (১৮জুলাই) বিকাল ৪টায় উপজেলা পরিষদের সামনে থেকে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও সুপ্রীম কোর্টের এডভোকেট ড. খন্দকার মারুফ হোসেন এর নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা বিশাল একটি মিছিল বের করে গৌরীপুর-হোমনা আঞ্চলিক সড়ক প্রদক্ষিণ করে সদর কড়িকান্দি বাজারস্থ এলাকায় গিয়ে মিছিলটি শেষ হয়।
এসময় তিতাস উপজেলা বিএনপির সভাপতি ওসমান গনি ভূঁইয়া, সাধারণ সম্পাদক মেহেদী হাসান সেলিম ভূঁইয়া, সাবেক সভাপতি সালাউদ্দিন সরকার, হাজী আলী হোসেন মোল্লা, সাবেক যুগ্ম আহবায়ক ভিপি আক্তারুজ্জামান আক্তার, মোঃ আক্তারুজ্জামান, কাজী কবির হোসেন সেন্টু, কুমিল্লা উওর জেলা যুবদলের সভাপতি ভিপি শাহাবুদ্দিন, সাবেক ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক তোফায়েল খান, উপজেলা যুবদলের সি. যুগ্ম আহবায়ক আবুল খায়ের টিপু, উপজেলা ছাত্রদলের সভাপতি ফাহিম সরকার, সাধারন সম্পাদক আল-আমিনসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরে গণঅভ্যুত্থানে সকল নিহত শহীদদের আত্মার মাগফিরাত কামনায় ও আহত যোদ্ধাদের সুস্থতা কামনা করে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : ১১ ইব্রাহিম ম্যানশন (৫ম তলা),পুরানা পল্টন, ঢাকা-১০০০।। ফোন নাম্বার-+8809697648889/ +8809638548103 , ওয়েবসাইট : www.shirsoaparadh.com, Email:editor.dso@gmail.com, shirsoaparadhnews@gmail.com
স্বত্ব © ২০১২-২০২৪ দৈনিক শীর্ষ অপরাধ