একরামুল হক : আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নতুন দল হিসেবে নিবন্ধন পেতে ‘বই’ প্রতীকে নির্বাচন কমিশনে (ইসি) আবেদনপত্র জমা দিয়েছে বাংলাদেশ আজাদী পার্টি-বিএপি।
বুধবার (১৮ জুন) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে গিয়ে এ আবেদনপত্র জমা দেন দলটির চেয়ারম্যান আবুল কালাম আজাদ। নির্বাচন কমিশন সচিবের কাছে আবেদনটি জমা দেন তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন দলটির মহাসচিব আব্দুল মালেক ও যুগ্ম মহাসচিব মো. কামাল উদ্দিনসহ আরও অনেকে।
বিএপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে গেল ৫ আগস্ট দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশে এক নতুন সূর্য ওঠে। তৈরি হয় বৈষম্য দূরের পটভূমি। একইসঙ্গে দেশের ছোট-বড় সব রাজনৈতিক দলের ঐক্য হওয়ার সময় আসে। আর এসব কিছু মাথায় রেখে চলতি বছরের পয়লা মে রাজনীতিতে আবির্ভূত হয় ‘বাংলাদেশ আজাদী পার্টি’।
তিনি বলেন, এরই মধ্যে রাজধানীতে কিছু কর্মসূচি পালন করেছে বাংলাদেশ আজাদী পার্টি। ধীরে ধীরে দেশব্যাপী আমাদের কর্মকাণ্ড চালানো হবে। সব শ্রেণিপেশার মানুষ আমাদের ডাকে সাড়া দেবেন। এছাড়া আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়ার জন্য নিবন্ধন পেতে ‘বই’ প্রতীক চেয়ে আমরা ইসিতে আবেদন করেছি। যাচাই-বাছাইয়ে একই প্রতীকে আমরা নিবন্ধন পাবো বলে আমরা আশাবাদী।
প্রধান উপদেষ্টা : মো. আবদুল লতিফ জনি, সম্পাদক ও প্রকাশক : মাহাবুবুল হক, বার্তা ও বানিজ্যিক কার্যালয় : ১১ ইব্রাহিম ম্যানশন (৫ম তলা),পুরানা পল্টন, ঢাকা-১০০০।। ফোন নাম্বার-+8809697648889/ +8809638548103 , ওয়েবসাইwww.shirsoaparadh.com, Email: editor.dso@gmail.com,
স্বত্ব © ২০১২-২০২৪ দৈনিক শীর্ষ অপরাধ