দাউদকান্দি প্রতিনিধি: মো: জুয়েল রানা
কুমিল্লা দাউদকান্দি উপজেলার পুটিয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় এক বাসচালকের মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন বাসের ১৩ যাত্রী। ১৯ জুন, বুধবার বিকেল ৩টার দিকে মহাসড়কে দাউদকান্দি উপজেলার পুটিয়া নামক স্থানে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বাসচালক মনু মিয়া(৪৫) কুমিল্লার চান্দিনা উপজেলা সাইকেট গ্রামের আহমেদ আলীর ছেলে।
হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দাউদকান্দি থেকে ছেড়ে আসা কুমিল্লাগামী পাপিয়া পরিবহনের একটি বাস পুটিয়া নামক স্থানে এসে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই মৃত্যু হয় বাসচালক মনু মিয়ার। পরে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আহত যাত্রীদের উদ্ধার করে। আহতদের পাঁচজনকে চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়।
দাউদকান্দি হাইওয়ে থানার ওসি মো. শাহিন আহমেদ বলেন, দুর্ঘটনাকলবলিত বাসটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : এম এস প্লাজা, ২৮/১/বি, (৩য় তলা), টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।ফোন নাম্বার-+8809697648889/ +8809638548103 , ওয়েবসাইট : www.shirsoaparadh.com, Email:editor.dso@gmail.com, shirsoaparadhnews@gmail.com
স্বত্ব © ২০১২-২০২৪ দৈনিক শীর্ষ অপরাধ