এম,ডি রেজওয়ান আলী বিরামপুর দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর বিরামপুরে পুলিশ পরিচয়ে চাঁদাবাজির সময় জাহাঙ্গীর আলম (৫০) নামের এক ভূয়া পুলিশকে আটক করেছে থানা পুলিশ। আজ সোমবার (১৭ জুন ২৪) বিরামপুর রেলস্টেশন এলাকা থেকে তাকে আটক করা হয়েছে। আটককৃত জাহাঙ্গীর আলম পাশ্ববর্তী নবাবগঞ্জ উপজেলার বোয়লমারী গ্রামের মৃত ফয়েজ উদ্দিন মাষ্টারের ছেলে। এবিষয়ে বিরামপুর থানা ওসি সুব্রত কুমার জানান,জাহিদুল ইসলাম নামের এক যুবক সিরাজগঞ্জ থেকে পাশ্ববর্তী নবাবঞ্জে ফুফুর বাড়িতে যায় জন্য বিরামপুর গভীর রাতে রেলস্টেশনে নামেন। ভুক্তভোগী তার ফুফুর বাড়ি যাওয়ার সময় রাত বেশি হওয়ায় তার ফুফাত ভাই এর সাথে মোবাইলে কথা বলেন। এসময় তার ফুফাত ভাই রাত পর্যন্ত রেলস্টেশনে থাকতে বলেন। রেলস্টেশন এলাকায় জাহাঙ্গীর নামে একজন তার পথরোধ করে তার পরিচয় জানতে চান ও তাকে পুলিশ পরিচয়ে তল্লাশি চালায়। এসময় তার ব্যাগ থেকে ৫ হাজার টাকা অসত উদ্দেশ্যে বাহির করে নেয়। বিষয়টি বিরামপুর রেলস্টেশন মাষ্টার জানতে পেরে থানা পুলিশকে খবর দিলে তাকে আটক করা হয়। এরপর পরদিন মঙ্গলবার মামলা দায়ের পূর্বক তাকে দিনাজপুর আদালতে প্রেরণ করা হয়েছে। বিরামপুর রেলস্টেশন মাষ্টার ভিডিও বক্তব্যে বিষয়টি নিশ্চিত করেন।
স্হানীয় সূত্রে জানা যায়,ভুয়া পুলিশ পরিচয়ে চাঁদাবাজি করতে আটক জাহাঙ্গীর আলম তিনি একজন অবসরপ্রাপ্ত আর্মি। বিরামপুর রেলস্টেশন সংলগ্ন পশ্চিম পার্শ্বে তার একটি বাড়ি রয়েছে। তিনি ঐ বাড়িতে একাই অবস্থান করেন। তার সাথে তার পরিবার থাকে না। সে প্রতি নিয়ত রাতদিন রেলস্টেশনে সময় দিয়ে থাকেন। রেলস্টেশনে থাকা অবস্থায় রেলস্টেশনে আসা বিভিন্ন রকম মানুষের নিকট একজন মানবাধিকার কর্মী পরিচয় দিয়ে থাকেন। জানা যায়,তিনি লিগ্যাল এ্যাকশন মানবাধিকার সংস্থায় কাজের পরিচয় প্রদর্শন করেন। রেলস্টেশনে সূত্রে জানা যায়,জাহাঙ্গীর আলম তিনি সারারাত রেলস্টেশনে সময় দিয়ে থাকেন। বিভিন্ন প্রকার মানুষের নিকট প্রশাসনিক কায়দায় হুমকি দিয়ে থাকেন। স্হানীয় জনসাধারণ উক্ত ঘটনার তীব্র নিন্দা জ্ঞাপন করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : এম এস প্লাজা, ২৮/১/বি, (৩য় তলা), টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।ফোন নাম্বার-+8809697648889/ +8809638548103 , ওয়েবসাইট : www.shirsoaparadh.com, Email:editor.dso@gmail.com, shirsoaparadhnews@gmail.com
স্বত্ব © ২০১২-২০২৪ দৈনিক শীর্ষ অপরাধ