মো. গোলাম কিবরিয়া,রাজশাহী :
রাজশাহীর আদালত চত্বর থেকে পুলিশ হেফাজতে থাকা এক মাদক মামলার আসামি হাতকড়া পরা অবস্থায় পালিয়ে গেছেন। বৃহস্পতিবার (১৭ এপ্রিল ২০২৫) দুপুর পৌনে ৩টার দিকে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২–এ হাজিরা শেষে তিনি পালিয়ে যান।
পালিয়ে যাওয়া আসামির নাম মো. আরিফ (৩২)। তিনি রাজশাহী নগরের রাজপাড়া থানার তেরখাদিয়া ডাবতলা এলাকার বাসিন্দা এবং জাকির হোসেনের ছেলে।
আদালত সূত্রে জানা গেছে, মাদক মামলায় গ্রেপ্তারকৃত আরিফকে বৃহস্পতিবার দুপুরে আদালতে হাজির করা হয়। হাজিরা শেষে পুলিশ কনস্টেবল মাহমুদুল হাসান তাকে হাতকড়া পরা অবস্থায় আদালতের হাজতখানায় নিয়ে যাচ্ছিলেন। এ সময় সুযোগ পেয়ে আসামি আরিফ দৌড়ে পালিয়ে যান।
ঘটনার বিষয়ে রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) সাবিনা ইয়াসমিন জানান, ঘটনার পর থেকে আসামিকে গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে। কারও দায়িত্বে অবহেলা প্রমাণিত হলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।
আসামিকে দ্রুত গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : এম এস প্লাজা, ২৮/১/বি, (৩য় তলা), টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।ফোন নাম্বার-+8809697648889/ +8809638548103 , ওয়েবসাইট : www.shirsoaparadh.com, Email:editor.dso@gmail.com, shirsoaparadhnews@gmail.com
স্বত্ব © ২০১২-২০২৪ দৈনিক শীর্ষ অপরাধ