শহীদ জিয়া আনলো জাতির নতুন পরিচয়—
বাংলাদেশী জাতীয়তাবাদের হলো অভ্যূদয়।।
জাতীয়তাবাদী দল গঠনে পড়লো দেশে সাড়া—
জাতি, ধর্ম, ভাষা মিলে একটি সমাজ গড়া।।
একাত্তরের রণাঙ্গনে লড়ছে বীরের রণ—
স্বাধীনতার সূর্য দেখার স্বপ্ন প্রতিক্ষণ।।
যুদ্ধ শেষে মুক্ত দেশে আসলো বীরের বেশে—
সবাই মিলে গড়বে এদেশ থাকবে মিলে, মিশে।।
ভাঙ্গা চূড়া যুদ্ধে ক্ষত বিধ্বস্ত এ জাতি—
দূর্ণীতি আর লুটের ফলে ফাটলো বুকের ছাতি।।
রোজ হাশরের কষ্ট যেন আসলো জাতির ঘাড়ে—
দেশটা যেন মৃত্যুপুরী ক্ষুধার জ্বালা বাড়ে।।
অমানিশার আঁধার কেটে ফুটলো রবির জ্যোতি—
দেশ শাসনের রাজার মুকুট সঁপলো জিয়ার প্রতি।।
জনগনের ভাগ্য যখন আসলো জিয়ার ওপর—
মিটলো সবার ক্ষুধার জ্বালা ঝুটলো মোটা কাপড়।।
কৃষক শ্রমিক জেলে তাঁতী ছাত্র জনগণ—
দেশ গঠন আর খাল কাটাতে রাখলো সবার মন।।
খাল কাটাতে ধানের ক্ষেতে বাড়ছে চাষের গতি—
ধন ধান্যে ভরছে গোলা পূর্ন হীরা মতি।।
উন্নয়নের উনিশ দফা করলো প্রণয়ন—
ফিরলো দ্রুত জাতির কপাল, ভরল দু’নয়ন।।
অশান্তি আর গুপ্ত হত্যার ঘোটল অবসান—
সবার মুখে জিয়া জিয়া, শিশুর মুখে গান।।
সবার সাথে ভ্রাতৃত্ব আর গড়লো সাম্যের নীতি—
রাজায় রাজায় বাড়লো সুহৃদ নতুন দেশের রীতি।।
রাজনীতিতে সকল দলের সমান অধিকার—
পরিবর্তন করলো সমাজ খুললো নতুন দ্বার।।
বহুদলীয় গণতন্ত্র জনগনের দাবি—
ফিরিয়ে দিলো শহীদ জিয়া ভাঙলো শিকল সবি।।
দূর বিদেশ, কি প্রতিবেশী মৈতী সবার সাথে—
শহীদ জিয়া থামায় বিবাদ, যুদ্ধ আরব জাতে।।
সকল ক্ষেত্রে শহীদ জিয়া করলো দেশে সংস্কার—
দেশের মাটি রক্ষা করতে শক্ত সেনার দরকার।।
শিক্ষা, স্বাস্থ্য, শিল্প, যুব, অর্থ, যোগাযোগ—
জনসংখ্যার বিস্ফোরণে আনলো প্রতিরোধ।।
দুর্নীতির মূলোৎপাটন ঘটলো অবশেষে—
তলাবিহীন ঝুড়ি থেকে স্বয়ংম্ভরা দেশে।।
শুরু হলো শিল্প বিপ্লব গড়তে কল কারখানা—
বেকার লোকের কর্ম হলো শুধলো সকল দেনা।।
সবার জন্যে স্বাস্থ্য সেবা করলো সুনিশ্চিত—
নারী শিশুর সুরক্ষাতে গাইছে সবাই গীত।।
জাপান, ব্রিটিশ, আমেরিকা সুদূর ইউরোপ—
দেখলো সবাই জিয়ার গুণে উন্নয়নের রূপ।।
বেকার যুবক লাগলো কাজে সবাই কর্মমুখী-
সুখের বন্যা বইছে দেশে রইলো না কেউ দুঃখী।।
পরিশ্রমে ধনে মানে ধন্য দেশের মান—
আশার ঘোরে জাগলো জাতি ঘুছলো অপমান।।
কর্ম পাগল হলো জাতি বাঁধলো আশার আলো—
সুখস্বপ্নের নেশায় বিভোর থাকতে সবাই ভালো।।
শহীদ জিয়ার শাহাদতে ভাঙলো সুরের তাল—
দেশ হারালো শহীদ জিয়ার সুখ শাসনের কাজ।।
আসলো চেপে ছদ্মবেশে স্বৈরাচারী ভূত—
একদলীয় রাজশাসনে বসলো জমের দূত।।
মুক্তি পাগল দেশের মানুষ খোঁজে সঠিক নেতা—
নামলো পথে খালেদা জিয়া রাখলো সবার কথা।
সবার সাথে রাজপথে কাটলো নয়টি সাল—
একনায়কের বিদায় হলো মিটলো ক্রোধের ঝাল।।
সবাই ভাবে খালেদা জিয়াই, জিয়ার প্রতিচ্ছবি—
তারেক জিয়া, আরাফাত জিয়া একই আলোর রবি।।
জিয়ার স্বপ্ন করতে পূরণ লড়ছে দেশনেত্রী—
তারেক জিয়া ফিরবে দেশে সফল হবে যাত্রী।।
২০১৬
গুলশান, ঢাকা।
মন্তব্য করুন