মাহমুদুল হাসান, নিজস্ব প্রতিবেদকঃ
উত্তরা ব্যাংকের এমডি মোঃ রবিউল হোসেনের অপসারণ ও পদত্যাগের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে সি বি এর নেতৃবৃন্দ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা।
আজ ১৮ নভেম্বর সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন শেষে ছাত্র জনতা ও সি বি এর নেতৃবৃন্দ মিলে উত্তরা ব্যাংকের হেড অফিসের মেইন ফটোকে প্রতিবাদ সমাবেশ ও সংবাদ সম্মেলন করেন।
এসময় বক্তব্য রাখেন উত্তরা ব্যাংকের সি বি এর সাধারণ সম্পাদক আবু মোহাম্মদ আহসানুল হাবিব,ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মোসলেম উদ্দিন, প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ জালাল আহম্মেদ বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র নেতা জাবের মাহমুদ, রোকন ও আবদুল্লাহ আল মাসুদ উপস্থিত ছিলেন।
তারা অভিযোগ করেন ফ্যাসিবাদ সরকারের আমলের ইত মধ্যেই সকল ব্যাংকের এমডিরা অপসারণ বা পদত্যাগ করলেও কোন খুঁটির জোরে উত্তরা ব্যাংকের এমডি রবিউল হোসেন এখনো বহাল তোবিয়েতে রয়েছেন, তার দ্রুত অপসারণ ও পদত্যাগ না হওয়া পর্যন্ত এই আন্দোলন অব্যাহত থাকবে।বক্তব্য রাখেন ছাত্র নেতা বৈষম্যের বিরোধী ছাত্র আন্দোলনের মেহেদী মেহরাব ছাত্র নেতা বৈষম্যের বিরোধী ছাত্র আন্দোলনের
রেজওয়ান গাজী মহারাজ – শিক্ষার্থী রাজশাহী বিশ্ববিদ্যালয়।
জাহিদুর ইসলাম সুমন। আন্দোলনকারী শিক্ষার্থী কবি নজরুল সরকারি কলেজ,আরিয়ান নেওয়াজ, আন্দোলনকারী শিক্ষার্থী তিতুমীর সরকারি কলেজ।
আবু মোহাম্মদ আহসানুল হাবিব।সাধারণ সম্পাদক উত্তরা ব্যাংক সিবিএ মো: মোসলেহ উদ্দিন (ভারপ্রাপ্ত সভাপতি, সিবিএ) মো: জালাল আহমেদ প্রতিষ্ঠাতা সভাপতি সিবিএ মো: শাখাওয়াত হোসেন মহাসচিব উত্তরা ব্যাংক লিমিটেড কর্মচারী ইউনিয়ন মো: আলাউদ্দিন ড্রাইভার মো: শাহিন বার্তাবাহক ( উত্তরা ব্যাংক)
মো: আমির হোসেন ড্রাইভার মো: রফিকুল ইসলাম সভাপতি বাংলাদেশ ব্যাংক এমপ্লইজ ফেডারেশন। কৃষি ব্যাংক, জনতা ব্যাংক, এক্সিম ব্যাংক সহ অন্যান্য কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।
বক্তারা ৪৮ ঘন্টার মধ্যে এমডি রবিউল হোসেনের পদত্যাগ করার আল্টিমেটাম দেন তা না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে মর্মে হুশিয়ারী দেন।
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : এম এস প্লাজা, ২৮/১/বি, (৩য় তলা), টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।ফোন নাম্বার-+8809697648889/ +8809638548103 , ওয়েবসাইট : www.shirsoaparadh.com, Email:editor.dso@gmail.com, shirsoaparadhnews@gmail.com
স্বত্ব © ২০১২-২০২৪ দৈনিক শীর্ষ অপরাধ