আব্দুল আজিজ কুমিল্লা প্রতিনিধিঃ
কুমিল্লার তিতাসে আকর্ষনীয় মানসম্মত ও রুচিশীল নানা ব্র্যান্ডের পোশাকের সমাহার নিয়ে ইয়াদ ফ্যাশন হাউজের শুভ উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (১৮ অক্টোবর) সকাল ১০টায় উপজেলার বাতাকান্দি বাজার লিয়াকত আলী সুপার মার্কেট এ ফিতা কেটে, দোয়া ও মিলাদের মধ্য দিয়ে ফ্যাশন হাউজটির উদ্বোধন করা হয়।
উদ্বোধনের পর মাহবুব নামে এক ক্রেতা ইয়াদ ফ্যাশন হাউজটি ঘুরে দেখে বলেন- ‘ইয়াদ ফ্যাশন হাউজ' মানসম্মত ও স্বনামধন্য ব্রান্ড আইটেমের চমৎকার কালেকশানে সাজিয়েছে৷ আমি এই প্রতিষ্ঠানের উত্তরোত্তর সফলতা কামনা করছি।’
এসময় মোঃ লিয়াকত আলী মাস্টার, আক্তার হোসেন মাস্টার, ডাক্তার মোঃ মোশারফ হোসেন ও স্থানীয় বাজার ব্যবসায়ী সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ইয়াদ ফ্যাশন হাউজের ব্যবসা বাণিজ্যের সমৃদ্ধি কামনা করে বাতাকান্দি বাজারের কেন্দ্রীয় মসজিদের ইমাম মাওলানা মো. বিল্লাল হোসেন মুনাজাত পরিচালনা করেন।
ইয়াদ ফ্যাশন হাউজ’-এর পরিচালক মো. আবু সায়েম বলেন, তৈরি পোশাকের রকমারি কালেকশনের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান “ইয়াদ ফ্যাশন হাউজ। যুবকদের চাহিদার রুচিসম্মত সেরা কালেকশনটি পৌঁছে দেওয়ার চেষ্টা নিয়ে প্রতিষ্ঠানটি সবসময় সকলের প্রত্যাশা পূরণে সচেষ্ট থাকবে।’ আপনাদের সবাই কে ইয়াদ ফ্যশন হাউজে ঘুরে যাওয়ায় আমন্ত্রন রইলো।
শুভ উদ্বোধন উপলক্ষে ইয়াদ ফ্যাশন হাউজ প্রথম দিনে অফার মূল্যের আকর্ষনীয় টি-শার্ট গুলো ক্রেতাদের কাছে ৯৯টাকা মূল্যে বিক্রি করেছেন দিনব্যাপী। উদ্বোধনের পর থেকেই উচ্চ দামের টি-শার্ট মাত্র ৯৯/- অফার প্রাইজে ও অন্যান্য ব্রান্ডের আকর্ষনীয় পোশাক কিনতে ক্রেতাদের ভিড় ছিল চোখে পড়ার মতো।
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : এম এস প্লাজা, ২৮/১/বি, (৩য় তলা), টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।ফোন নাম্বার-+8809697648889/ +8809638548103 , ওয়েবসাইট : www.shirsoaparadh.com, Email:editor.dso@gmail.com, shirsoaparadhnews@gmail.com
স্বত্ব © ২০১২-২০২৪ দৈনিক শীর্ষ অপরাধ