মোঃ সুজন আহাম্মেদ
রাজশাহী প্রতিনিধি
আজ ১৭ অক্টোবর ২০২৪ খ্রি. রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন চর কানাপাড়া গ্রাম হতে ভোর ০৪:০০ টায় একজন মাদককারবারিকে ৩ কেজি হেরোইন-সহ গ্রেফতার করেছে রাজশাহী জেলার ডিবি পুলিশ।
গ্রেফতারকৃত অভিযুক্তের নাম মোছা: সিমা বেগম (৩৫)। মোছা: সিমা বেগম রাজশাহী জেলার গোদাগাড়ী থানার চর কানাপাড়া গ্রামের মো: মতিউর রহমানের স্ত্রী।
ঘটনাসূত্রে জানা যায়, রাজশাহী জেলার ডিবি’র এসআই (নিরস্ত্র) মো: আব্দুর রহিম ও ফোর্স-সহ আজ ১৭ অক্টোবর ২০২৪ খ্রি. দিবাগত রাত ০৩:৩০ টায় রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন চর আষাড়িয়াদহ ইউনিয়নের চর কানাপাড়া মোড় ও তার সন্নিহিত এলাকায় মাদক উদ্ধারের জন্য নিয়োজিত ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন চর কানাপাড়া গ্রামস্থ মো: মতিউর রহমান, পিতা: মো: আনেস উদ্দিনের বসতবাড়ির চারকক্ষ বিশিষ্ট টিনের সাফড়া ঘরের দক্ষিণপার্শ্বের শয়ন কক্ষের ভিতর দুইজন ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য হেরোইন বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছিলো। এমন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার, রাজশাহী মহোদয়ের নির্দেশে ওসি ডিবির নেতৃত্বে এসআই (নিরস্ত্র) মো: আব্দুর রহিম ও ফোর্স-সহ আজ ১৭ অক্টোবর ২০২৪ খ্রি. দিবাগত রাত ০৩:৪০ টায় অভিযান পরিচালনা করে। এতে ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে ভোর ০৪:০০ টায় রাজশাহীর ডিবি পুলিশ অভিযুক্ত মোছা: সিমা বেগম-এর স্বীকারোক্তি মতে, তার শয়ন কক্ষে থাকা স্টিলের বাক্সের মধ্য হতে ৩টি বড় স্বচ্ছ পলিথিনের প্যাকেটে রক্ষিত বাদামি বর্ণের গুড়াপদার্থ অবৈধ মাদকদ্রব্য ৩ কেজি হেরোইন-সহ তাকে গ্রেফতার করে।
প্রসঙ্গত উল্লেখ্য, অপর একজন সহযোগী মাদকব্যবসায়ী মো: মতিউর রহমান (৩৮), পিতা: মো: আনেস উদ্দিন, সাং-চর কানাপাড়া, থানা-গোদাগাড়ী, জেলা: রাজশাহী ঘটনাস্থল হতে কৌশলে ঘরের ছাউনির টিন ফাঁকা করে উপর দিয়ে পালিয়ে যায়।
হেরোইন উদ্ধারের এ ঘটনায় রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এ একটি মামলা রুজু হয়েছে।
মন্তব্য করুন