মোঃ সুজন আহাম্মেদ
রাজশাহী প্রতিনিধি
এখনো আমরা সরকারে যাই নাই মাথায় রাখতে হবে। সংগঠিত হতে হবে আগামী দিনের জন্য তৈরি হতে হবে। আমাদের নেতা বলেছেন গণতন্ত্রের সংগ্রাম এখনো শেষ হয় নাই। যেদিন ভোট হবে, ভোটের মধ্যে দিয়ে মানুষ ভোট দিতে পারবে, তার পছন্দের প্রার্থীকে সেই দিন বুঝবো দেশে গণতন্ত্রের সুবাতাস বইছে, তই ভোটের অধিকার ফিরিয়ে না দেওয়া পর্যন্ত রাজপথে থাকতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস-চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।
বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ বিকালে রাজশাহীর আলুপট্টিতে আয়োজিত বিএনপি’র বিভাগীয় শোভাযাত্রার আগে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ আলী ঈসার সভাপতিত্বে সমাবেশে সঞ্চালনা করেন সদস্য সচিব মামুনুর রশিদ। এসময় বক্তব্য রাখেন বিএনপির বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত, বিএনপি চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, হেলালুউজ্জামান লালু, ইন্জি. খালেদ চৌধুরী পাহিন, কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও সাবেক সিটি মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শফিকুল হক মিলন, সহসাংগঠনিক সম্পাদক রাজশাহী বিভাগ ওবায়দুর রহমান চন্দন , বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য দেবাশীষ রায় মধু, আবু বক্কর সিদ্দিক, মহানগর বিএনপির যুগ্মআহবায়ক নজরুল হুদা, রাজশাহী জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ গোলাম মোস্তফা মামুন,যুবদল, স্বেচ্চাসেবক দল, ছাত্রদল সহ অংগসংগঠনের নেতৃবৃন্দ, আট জেলার নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সমাবেশ শেষে নেতাকর্মীদের অংশগ্রহণে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি আলুপট্টি মোড় থেকে শুরু হয়ে মহানগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবারও আলুপট্টি মোড়ে গিয়ে শেষ হয়।
মন্তব্য করুন