জীজানা আক্তার প্রমিঃ, ১৮ সেপ্টেম্বর ২০২৪: ঢাকার মেট্রোরেল ব্যবস্থায় সাম্প্রতিক সময়ে বেশ কিছু সমস্যা দেখা দিচ্ছে, যা যাত্রীদের অসুবিধার কারণ হয়ে দাঁড়িয়েছে। গত কয়েক দিনে মেট্রোরেল চলাচলে একাধিক যান্ত্রিক ত্রুটি এবং পরিচালনগত বিঘ্ন লক্ষ্য করা গেছে, যার ফলে যাত্রীদের দীর্ঘ সময় ধরে স্টেশনগুলোতে অপেক্ষা করতে হচ্ছে।
অতিরিক্ত যাত্রীসংখ্যার চাপে মেট্রোরেল পরিষেবা স্বাভাবিকভাবে চালানো যাচ্ছে না বলে মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়েছে। সকাল ও সন্ধ্যার পিক আওয়ারে অধিকাংশ ট্রেন অতিরিক্ত ভিড়ের কারণে প্রায়শই নির্ধারিত সময়ে পৌঁছাতে পারছে না, যা নিয়মিত যাত্রীদের জন্য ব্যাপক অসুবিধা সৃষ্টি করছে।
এছাড়াও, যান্ত্রিক ত্রুটির কারণে কয়েকটি ট্রেন হঠাৎ করে মাঝপথে বন্ধ হয়ে গেছে, যা পরিষেবা ব্যাহত করেছে এবং যাত্রীদের মধ্যে অসন্তোষ সৃষ্টি করেছে। গত সপ্তাহে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত ট্রেন চলাচল কয়েকবার বিঘ্নিত হয়েছে। কর্তৃপক্ষ এই সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস দিলেও, যাত্রীদের ভোগান্তি কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।
বিশেষজ্ঞদের মতে, এই সমস্যাগুলোর মূলে রয়েছে পর্যাপ্ত রক্ষণাবেক্ষণের অভাব এবং দ্রুত সম্প্রসারণ পরিকল্পনার জন্য পরিচালন ব্যর্থতা। তবে কর্তৃপক্ষ জানিয়েছে যে তারা খুব শীঘ্রই সমস্যার সমাধান করতে রক্ষণাবেক্ষণের কাজ আরও জোরদার করবে এবং চলাচলের সময়সূচির সমন্বয় করবে।
যাত্রীদের উদ্দেশ্যে মেট্রোরেল কর্তৃপক্ষ নির্দেশনা দিয়েছে যেন জরুরি প্রয়োজন ছাড়া ব্যস্ত সময়ে ভ্রমণ এড়িয়ে চলে, এবং নির্ধারিত সময়ের আগে স্টেশনে উপস্থিত থাকে।
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : এম এস প্লাজা, ২৮/১/বি, (৩য় তলা), টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।ফোন নাম্বার-+8809697648889/ +8809638548103 , ওয়েবসাইট : www.shirsoaparadh.com, Email:editor.dso@gmail.com, shirsoaparadhnews@gmail.com
স্বত্ব © ২০১২-২০২৪ দৈনিক শীর্ষ অপরাধ