মহান শিক্ষা দিবস উপলক্ষে গাইবান্ধায় সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সমাবেশ ও র্যালী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার(১৭সেপ্টেম্বর) সকাল ১০ টায় গাইবান্ধা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে মহান শিক্ষা দিবস উপলক্ষে সমাবেশে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের গাইবান্ধা জেলা শাখার সভাপতি পরমানন্দ দাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাহেলা সিদ্দিকার সঞ্চালনায় বক্তব্য রাখেন গণতান্ত্রিক ছাত্র জোটের কেন্দ্রীয় সমন্বয়ক এবং সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় সভাপতি সালমান সিদ্দিকী। সাবেক জেলা সভাপতি এ্যাডভোকেট নিলুফার ইয়াসমিন শিল্পী, বাসদ (মার্কসবাদী) জেলা আহ্বায়ক কমরেড আহসানুল হাবিব সাঈদ, শিক্ষক এস এম মনিরুজ্জামান সবুজ, কলি রানী বর্মন, কামরুল হাসান প্রমূখ। বক্তারা সর্বজনীন-বিজ্ঞানভিত্তিক-সেক্যুলার-গণতান্ত্রিক একই ধারার শিক্ষানীতি প্রণয়ন করা, গাইবান্ধায় মেডিকেল কলেজ ও পাবলিক বিশ্ববিদ্যালয় নির্মাণ এবং গাইবান্ধা সরকারি কলেজে বাস সার্ভিস চালুসহ কলেজের নানাবিধ সংকট নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণ, অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচন দেওয়া, ছাত্র রাজনীতি বন্ধের নামে বিরাজনীতি করনের পাঁয়তারা বন্ধ, প্রতিটি ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করা, ক্যাম্পাসে নারী নির্যাতন প্রতিরোধ সেল গঠন করা, শিক্ষা উপকরণের দাম কমানো,শিক্ষা খাতে বরাদ্দ বাড়ানো, অবিলম্বে জাতীয় শিক্ষাক্রম ২০২১বাতিল করা, গণঅভ্যুত্থানে হত্যাকান্ডের সাথে জড়িত প্রত্যেকের বিচার নিশ্চিত করা,শহীদদের প্রকৃত তালিকা প্রকাশ করা, আহতদের রাষ্ট্রীয় দায়িত্বে সুচিকিৎসা এবং শহীদ পরিবার ও আহতদের পুনর্বাসন নিশ্চিত করাসহ গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে গাইবান্ধায় স্মৃতিফলক নির্মা�
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : এম এস প্লাজা, ২৮/১/বি, (৩য় তলা), টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।ফোন নাম্বার-+8809697648889/ +8809638548103 , ওয়েবসাইট : www.shirsoaparadh.com, Email:editor.dso@gmail.com, shirsoaparadhnews@gmail.com
স্বত্ব © ২০১২-২০২৪ দৈনিক শীর্ষ অপরাধ