মুন্সি সামসুদ্দিন আহমেদ সাগর,
নিজস্ব প্রতিবেদক★
কুমিল্লার তিতাস,দাউদকান্দি,হোমনা ও মেঘনা উপজেলা সমন্বয়ে এসএসসি-১৯৮৪ ব্যাচের ঈদ পূর্ণমিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
দীর্ঘদিন পর বন্ধুদের এক সঙ্গে পেয়ে তরুণ্য ফিরে পেয়েছেন এসএসসি-১৯৮৪ ব্যাচের শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১৮জুন) ইঞ্জিনিয়ার হারুন-উর-রশিদ গার্লস কলেজ হলরুমে বিকাল ৪টা থেকে রাত পর্যন্ত জাঁকজমকপূর্ব আয়োজনে উদযাপিত হলো এসএসসি-১৯৮৪ ব্যাচের ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান। দেশ-বিদেশে থাকা চাকুরীজীবি, ব্যবসায়ী, রাজনীতিবিদ, গায়কসহ নানা পেশায় নিয়োজিত প্রায় ৩৫ জন অংশগ্রহণ করে।
আগত সাবেক শিক্ষার্থীদের এমন ব্যতিক্রমী আয়োজনে মুগ্ধ হয়ে অনেকে সাধুবাদ জানিয়েছেন। হৈচৈয়ে অনেকে হারিয়ে গেছেন তারুণ্যে। ২০০৪সাল থেকেই পথচলা শুরু করে ‘ফ্রেন্ডস এ্যাসোসিয়েশন-১৯৮৪’ এই নামে। অনেক চড়াই-উৎরাই পেরিয়ে সফলভাবেই সংগঠনটি এগিয়ে যাচ্ছে বলে জানান আয়োজক সংগঠনের সংশ্লিষ্টরা। বর্তমানে সংগঠনের প্রায় একশত তের জনের অধিক সদস্য রয়েছে।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এস এম আমিরুল ইসলাম পলাশ। পরে আগামী তিন বছরের জন্য ৩১সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়।
কমিটির উপদেষ্টা মন্ডলির সদস্যরা হলেন- প্রধান উপদেষ্টা মুন্সি মজিবুর রহমান,সদস্য মো. সিদ্দিকুর রহনান আবুল, মো.মোকলেছুর রহমান,মো.মোজাম্মেল হক টিটু,মো.ইয়ামিন ফারুক,মো.রেজাউল করিম হারুন,মো. মাহাবুবর রহমান মাহাবুব।
নতুন কমিটির সভাপতি এস এম আমিরুল ইসলাম (পলাশ),সাধারণ সম্পাদক মো.জহিরুল হক (জহির),সহ-সভাপতি মো.এনামুল হক সরকার, মো.নজরুল ইসলাম,যুগ্ম-সাধারণ সম্পাদক মো.ওমর ফারুক,মো.আবুল কাশেম, কোষাধ্যক্ষ মো.সাইফুল ইসলাম (আলম), সাংগঠনিক সম্পাদক (হোমনা-মেঘনা) মো.নজরুল ইসলাম,সহ-সাংগঠনিক সম্পাদক (দাউদকন্দি-তিতাস) মো.কামাল হোসেন,দপ্তর সম্পাদক মো.হানিফ পাঠান,সমাজ কল্যান সম্পাদক মাসুদ ইকবাল মাসুদ,সহ-সমাজ কল্যান সম্পাদক মো.কাজী মতিন,ক্রীড়া ও সাংস্কৃতি সম্পাদক মো.বোরহান উদ্দিন সরকার, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো.কাজী আসলাম উদ্দিন (রানা),সহ-প্রচার প্রকাশনা সম্পাদক মো. মনির মন্দির,আইন বিষয়ক সম্পাদক এড্যাঃআমির হোসেন,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ বদরুল আলম, মহিলা বিষয়ক সম্পাদক পারভিন সিকদার প্রমূখ।
অনুষ্ঠান শেষে প্রয়াত সকল বন্ধুদের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : এম এস প্লাজা, ২৮/১/বি, (৩য় তলা), টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।ফোন নাম্বার-+8809697648889/ +8809638548103 , ওয়েবসাইট : www.shirsoaparadh.com, Email:editor.dso@gmail.com, shirsoaparadhnews@gmail.com
স্বত্ব © ২০১২-২০২৪ দৈনিক শীর্ষ অপরাধ