এস এম শাহজালাল : রবিবার (১৮ মে) বিকালে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিজ দফতরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. নিয়াজ আহমেদ খানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সাক্ষাৎ স্বরাষ্ট্র উপদেষ্টা সাথে করেন।
এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক হোসনে আরা বেগমসহ কয়েকজন ছাত্র প্রতিনিধি ছিলেন।
সাক্ষাৎ শেষে অধ্যাপক হোসনে আরা বেগম বলেন, সাম্য খুনের বিচার দ্রুত করার কথা বলা হয়েছে উপদেষ্টাকে। স্বরাষ্ট্র উপদেষ্টা অপরাধীদের গ্রেফতারের আশ্বাস দেন এবং সাম্য হত্যার তদন্ত গোয়েন্দা সংস্থা ডিবির কাছে হস্তান্তরের আশ্বাস দিয়েছেন।
এ সময় সাম্যর বন্ধু এসএস নাহিন ইসলাম বলেন, ‘আমরা শাহবাগ থানাকে ৪৮ ঘণ্টার সময় দিয়েছিলাম। আমরা প্রত্যাশা করেছিলাম আশানুরূপ অগ্রগতি দেখব। কিছু অগ্রগতি ছিল, তবে সেটা আশানুরূপ না। স্বরাষ্ট্র উপদেষ্টা আমাদের আশ্বস্ত করেছেন ডিবির কাছে তদন্ত হস্তান্তর করা হবে এবং বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে বিচারের ব্যবস্থা করা হবে।’
তিনি বলেন, ‘আমরা পুরোপুরি সন্তুষ্ট না হলেও আশাবাদী। আমরা তখনই আশ্বস্ত হবো যখন দেখব মূল হোতারা বিচারের আওতায় এসেছে।’
কর্মসূচি প্রত্যাহারের বিষয়ে নাহিদ ইসলাম বলেন, ‘এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। আমাদের পরবর্তী কার্যক্রম যা হয়, সেটা ক্যাম্পাস থেকে নির্ধারণ করে জানাব।’
মন্তব্য করুন