খুলনা জেলা প্রতিনিধি
খুলনার লবণচরা থানা পুলিশ ১৮ মে ২০২৫ তারিখ রাতে সাচিবুনিয়া বিশ্বরোড মোড় এলাকায় তল্লাশির সময় ১২ কেজি গাঁ/জা/স/হ এক মা/দ/ক/ ব্যবসায়ীকে হাতেনাতে আটক করে। গ্রেফতারকৃত ব্যক্তি হলেন খাইরুল বাশার (৫০), পিতা-মুস্তাক আহমদ, স্থায়ী ঠিকানা দক্ষিণ পহরচাঁদা, থানা-চকরিয়া, জেলা-কক্সবাজার এবং বর্তমান ঠিকানা মিয়ার বাজার, থানা-চৌদ্দগ্রাম, জেলা-কুমিল্লা।
আসামিকে জিজ্ঞাসাবাদ করে মা/দ/কে/র উৎস ও এর সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের শনাক্ত করার চেষ্টা চলছে। তার বিরুদ্ধে লবণচরা থানায় মা/দ/ক/ দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : ১১ ইব্রাহিম ম্যানশন (৫ম তলা),পুরানা পল্টন, ঢাকা-১০০০।। ফোন নাম্বার-+8809697648889/ +8809638548103 , ওয়েবসাইট : www.shirsoaparadh.com, Email:editor.dso@gmail.com, shirsoaparadhnews@gmail.com
স্বত্ব © ২০১২-২০২৪ দৈনিক শীর্ষ অপরাধ