রায়পুরা থানা পুলিশের বিশেষ অভিযানে ০৪ (চার) কেজি গাঁজা সহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
জনাব মোঃ সাফায়েত হোসেন পলাশ অফিসার ইনচার্জ, রায়পুরা থানা, নরসিংদীর এর দিক নির্দেশনায় এসআই/অজিত চন্দ্র বর্মণ, সংগীয় ফোর্সসহ ইং ১৭/০৫/২০২৪ তারিখ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করিয়া দুপুর ১৪.০৫ ঘটিকায় সময় রায়পুরা থানাধীন মির্জাপুর নামা পাড়া সাকিনস্থ মাহমুদাবাদ ব্রীজ এর অনুমান ৫০০স গজ পশ্চিমে ঢাকা টু ভেরবগামী মহাসড়কের র্পাঁকা রাস্তার দক্ষিণ পাশে হইতে মাদক ব্যবসায়ী আমিনুল ইসলাম মফিজুল ইসলাম (২৯), পিতা-মোঃ সানু মিয়া লুৎফর রহমান , সাং- দক্ষিণ খার, থানা- কসবা, জেলা-ব্রাহ্মণবাড়ীয়া, ২। জুই রোজিনা (১৬), পিতা- আঃ মালেক, স্বামী- খোকন ঢালী, সাং- লালবাগ, থানা- চকবাজার জেলা-ঢাকা দ্বয়কে ০৪(চার) কেজি গাঁজা সহ গ্রেফতার করেন।
এই সংক্রান্ত রায়পুরা থানার মামলা নং- ২৩, তারিখ- ১৭/০৫/২০২৪ ইং ধারা- ৩৬(১) সারনিক ১৯(ক)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ রুজু করা হয়।
গ্রেফতারকৃত আসামীকে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : এম এস প্লাজা, ২৮/১/বি, (৩য় তলা), টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।ফোন নাম্বার-+8809697648889/ +8809638548103 , ওয়েবসাইট : www.shirsoaparadh.com, Email:editor.dso@gmail.com, shirsoaparadhnews@gmail.com
স্বত্ব © ২০১২-২০২৪ দৈনিক শীর্ষ অপরাধ