মেহেরপুর প্রতিনিধিঃ
সহকরী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবির হোসেনের নেতৃত্বে মাদক বিরোধী টাস্কফোর্সের অভিযানে ৩৫ বোতল ফেন্সিডিলসহ খোরশেদ আলম ও তার স্ত্রী মরিয়ম নামের দুই মাদক ব্যাসায়ী কে আটক করা হয়েছে। মঙ্গলবার সকালে মেহেরপুর পৌরসভার মল্লিকপাড়ার একটি বাড়ি থেকে তাদের আটক করা হয়। আটক খোরসেদ আলম মেহেরপুর মাঠপাড়ার মৃত ফকির মহাম্মদের ছেলে ও তার স্ত্রী দিঘীরপাড়ার নাসির উদ্দীনের মেয়ে।
মাদকদব্য অফিস সুত্রে জানা গেছে , মল্লিক পাড়ার শহিদুল ইসলামের দোতালা বাড়িতে ফেন্সিডিল চোরাচালান হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শহিদুল ইসলামের ভাড়াটিয়া খোরসেদ আলমের ফ্লাটে তল্লাশি চালিয়ে ৩৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয় এবং স্বামী খোরসেদ আলম ও তার স্ত্রী মরিয়মকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা পূর্বক মেহেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
অভিযানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মেহেরপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারি পরিচালক মিজানুর রহমান ও বাংলাদেশ সেনাবাহিনী ২৭ ফিল্ড রেজিমেন্টের ওয়ারেন্ট অফিসার জামাল হোসেন প্রমুখ।
প্রধান উপদেষ্টা : মো. আবদুল লতিফ জনি, সম্পাদক ও প্রকাশক : মাহাবুবুল হক, বার্তা ও বানিজ্যিক কার্যালয় : ১১ ইব্রাহিম ম্যানশন (৫ম তলা),পুরানা পল্টন, ঢাকা-১০০০।। ফোন নাম্বার-+8809697648889/ +8809638548103 , ওয়েবসাইwww.shirsoaparadh.com, Email: editor.dso@gmail.com,
স্বত্ব © ২০১২-২০২৪ দৈনিক শীর্ষ অপরাধ