মো: ওসমান গনি , রূপগঞ্জ, নারায়ণগঞ্জ
নারায়নগঞ্জের রূপগঞ্জের লেকের পাড় ভেসে উঠলো অজ্ঞাত (১৮) এক নারীর লাশ। লাশটি রূপগঞ্জ থানা পুলিশ উদ্ধার করেছে।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকালে পূর্বাচল উপশহরের ২ নং সেক্টর বউরারটেক এলাকার লেকে লাশটি উদ্ধার করা হয়।
গ-সার্কেলের সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম বলেন, সকাল সাড়ে ৮ টার দিকে পূর্বাচল উপশহরের লেকের পাড়ে স্থানীয়রা অজ্ঞাত এক নারীর লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পরে ঘটনাস্থলে পুলিশ এসে লাশটি উদ্ধার করে। তবে তাৎক্ষণিকভাবে নারীর নাম পরিচয় পাওয়া যায়নি। লাশটির নাম পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে।
পুলিশের এই কর্মকর্তা আরও জানান, লাশটির শরীরে বিভিন্ন আঘাতের চিহ্ন রয়েছে। লাশটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত বলা যাবে।
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : এম এস প্লাজা, ২৮/১/বি, (৩য় তলা), টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।ফোন নাম্বার-+8809697648889/ +8809638548103 , ওয়েবসাইট : www.shirsoaparadh.com, Email:editor.dso@gmail.com, shirsoaparadhnews@gmail.com
স্বত্ব © ২০১২-২০২৪ দৈনিক শীর্ষ অপরাধ