অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
বার্তায় বলা হয়, অন্তর্বর্তী সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষ্যে সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন ড. মুহাম্মদ ইউনূস। ভাষণটি বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে সরাসরি সম্প্রচার করা হবে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে সংঘটিত গণঅভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট পতন হয় স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের। এর তিন দিন পর ৮ আগস্ট গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার। এর প্রধান হন ড. মুহাম্মদ ইউনূস। এই সরকারের ১০০ দিন পূর্ণ হয়েছে গত শুক্রবার।
মন্তব্য করুন