নিজস্ব প্রতিবেদক: সীমাহীন দুর্নীতি লুটপটের জন্য আজ আওয়ামীলীগ নেতারা লাঞ্ছিত হচ্ছে বলে দাবি করেন বিএনপি নেতারা। তারা বলেন, নেতাকমীদের প্রতি মায়া নেই বলেই শেখ হাসিনা পালিয়েছেন। প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত ভোটাধিকার ফিরিয়ে দেয়ার দাবিও জানান তারা। নয়াপল্টনে গণ সমাবেশে বিএনপি নেতারা এসব বলেন।
এসময় দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, চক্রান্ত চলছে, তা রুখে দিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।
সমাবেশে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এ বিজয়কে সুসহংত করতে হবে। আমলাদের মধ্যে ফ্যাসিস্টরা রয়ে গেছে। সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর যেন নতুন রূপে উজ্জীবিত বিএনপি ও তার নেতাকর্মীরা। মঙ্গলবার নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আন্তর্জাতিক গণতন্ত্র দিবসের সমাবেশে যোগ দিয়ে দলের সিনিয়র নেতারা অভিযোগ করেন ঔ, আওয়ামী লীগ ১৬ বছরের সীমাহীন দুঃশাসনে দেশের গণতন্ত্র, অর্থনীতিসহ প্রতিটি গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে।
এসময় তারা , সুষ্ঠু নির্বাচনের জন্য যতটুকু সংস্কার দরকার ততটুকু সংস্কার করে নিবাচন দেয়ার দাবি জানান তারা। এসময় স্বৈরচারের বিচার দাবি করেন বিএনপি নেতারা।
চূড়ান্ত বিজয় না আসা পর্যন্ত আন্দোলন চলবে বলে জানান বক্তারা।
মন্তব্য করুন