সামিমা আক্তার:
রাজধানীর ডেমরা থানাধীন পূর্ব বক্সনগর দারুন নাজ্জাত মাদ্রাসার পিছনে আব্দুল কাদের এর বাড়ির ভাড়াটিয়া আব্দুল জলিল এর কন্যা শিশু সন্তান, তায়েবা বয়স (২বছর ৭ মাস ) এক শিশু অপহরণ হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় শিশু অপহরণের মা খাদিজা বেগম (৩৭) গত-১৬ সেপ্টেম্বর সকালে ডেমরা থানায় অভিযুক্ত অপহরণকারী ১ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।অভিযুক্ত হলেন- আবু হুরাইয়া (১৫) পিতা-আজিজুর রহমান মাতা- মাহমুদা খাতুন,সাং সন্নাশিভিটা, থানা নালিতাবাড়ী, জেলা- শেরপুর, সাং-পূর্ব বক্সনগর দারুন নাজাত মাদ্রাসার পিছনে থানা ডেমরা এ বিষয়ে ডেমরা থানায় একটি মামলা হয় যাহার নং ৬। তারিখে:১৭/০৯/২০২৪ ইং বিষয়টি নিশ্চিত করেছেন ডেমরা থানার পুলিশ পরিদর্শক ( তদন্ত) আবদুর রাজ্জাক মীর, তিনি জানান, আসামি ও ভিকটিম উদ্ধার আছে এবং এ বিষয়ে একটি মামলা হয়েছে, শিশু অপহরণের তায়েবা বাবা আব্দুল জলিল দৈনিক শীর্ষ অপরাধ কে জানান, আমার মেয়ে অপহরণ করে আমার কাছ থেকে মোবাইল ফোনের মাধ্যমে ১ লক্ষ টাকা দাবি করেন অপহরণকারী, পরবর্তীতে আমি আমার স্ত্রীসহ ডেমরা থানায় অভিযোগ করি, ডেমরা থানা (ওসি)র নির্দেশে ৫ ঘন্টার ভিতরে আমার মেয়েকে উদ্ধার করেছেন ডেমরা থানা পুলিশ তার জন্য ডেমরা থানার পুলিশ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করেছি,ও আমার কাছে কোন পুলিশ একটি টাকাও চায়নি, আমার মেয়ে ভয়ে খুব অসুস্থ অবস্থায় আছে। ডেমরা থানার এস আই আল আমিন জানান, ভিকটিমের বাবা মা থানায় এসে অভিযোগ করেন, পরবর্তীতে (ওসি) স্যারের নির্দেশে তথ্য প্রযুক্তি সহায়তায় ৫ ঘন্টা পরে ভিকটিম ও আসামি উদ্ধার করে থানায় নিয়ে আসি, উক্ত বিষয় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এ বিষয়ে ডেমরা থানার অফিসার ইনচার্জ ইলিয়াস হোসেন দৈনিক শীর্ষ অপরাধ কে বলেন,আমি তাৎক্ষণিক এসআই আল-আমিন কে উনাদের সাথে যেতে বলি এবং দ্রুত আসামি গ্রেপ্তার সহ ভিকটিম উদ্ধারের জন্য নির্দেশনা প্রদান করি। আসামিকে আদালতে পাঠানো হয়েছে, এবং ভিকটিমকে উদ্ধার করে তার বাবা-মা কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে ।
মন্তব্য করুন