বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি- দিনাজপুর বিরামপুরে নাবালক ছেলেকে বলাৎকারের চেষ্টায় বিরামপুর থানায় অভিযোগ করেছেন ছেলের পিতা মতিবুল ইসলাম। জানা যায়,ফুলবাড়ি উপজেলার দৌলতপুর গ্রামের গোলাম মোস্তফা (১৫) বলাৎকারের চেষ্টা করার অপরাধে তার পিতা মতিবুল ইসলাম (৪৮) বাদী হয়ে বিরামপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন। বাড়ীর পক্ষ থেকে জানা যায়,তার ছেলে গোলাম মোস্তফা মোবাইল ফোন মেরামতের জন্য বাড়ি হতে পার্শ্ববর্তী বিরামপুর উপজেলার উদ্দেশ্যে শহরে আসেন। গত ১১/০৯/২০২৪ ইং তারিখে বিকাল আনুমানিক ৪ ঘটিকার সময় মোবাইল ফোন মেরামতের পর রাত বেশি হয়ে যায়। সেই লক্ষ্যে তার নাবালক ছেলে বিরামপুর রেলওয়ে স্টেশনে গেলে
জাহাঙ্গীর নামক ব্যক্তি ছেলেটিকে বিভিন্ন ধরনের জিজ্ঞাসাবাদ করেন। একপর্যায়ে ছেলেটিকে তার বাড়িতে থাকার প্রস্তাব দেন। ছেলেটি নিরুপায় হইয়া তার কথা বিশ্বাস করে জাহাঙ্গীর সঙ্গে যেতে চান। তার বাড়িতে যাওয়ার প্রাক্কালে ছেলেটি কে সু কৌশলে বলাৎকারের উদ্দেশ্যে নির্জন জঙ্গলে ভিতরে নিয়ে যায়। এমন অবস্থায় ছেলেটির সঙ্গে ধস্তাধস্তি ভয়-ভীতি প্রদর্শন করেন। কোনোমতে ছেলেটি তার নিকট হইতে পালিয়ে আসেন। এমতাবস্থায় ভুক্তভোগী পিতা বাদী হয়ে বিরামপুর থানা একটা অভিযোগ দাখিল করেন। এবিষয়ে ভুক্তভোগী লম্পট বলাৎকারীর ঘটনায় সরজমিনে সঠিক তদন্ত সাপেক্ষে আইনগত কঠোর ব্যবস্হার জোরদাবী জানান।
মন্তব্য করুন