এস এম শাহজালাল সাইফুল:
বাংলাদেশের মুক্তিযুদ্ধ, স্বাধীন রাষ্ট্র গঠন ও গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মরণীয় ও মহিমান্বিত নাম। তিনি বীর উত্তম খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র প্রতিষ্ঠাতা। জাতির অগ্রযাত্রায় তাঁর আত্মত্যাগ ও নেতৃত্ব আজও অনন্য দৃষ্টান্ত হয়ে আছে।
১৯৭১ সালের মার্চে হানাদার বাহিনীর গণহত্যা শুরু হলে মেজর জিয়াউর রহমান চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দিয়ে জাতিকে মুক্তিযুদ্ধে ঐক্যবদ্ধ করেন। নয় মাসের রণাঙ্গনে তাঁর নেতৃত্ব ও সামরিক কৌশল বহু ফ্রন্টে বিজয় নিশ্চিত করে। স্বাধীনতার পর ১৯৭৭ সালে রাষ্ট্রপতির দায়িত্ব নিয়ে তিনি বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তন, কৃষি বিপ্লব, গ্রামীণ উন্নয়ন, শিল্পায়ন এবং আন্তর্জাতিক কূটনীতিতে অসামান্য অবদান রাখেন।
এই অভিযাত্রায় তাঁর অন্যতম ঘনিষ্ঠ সহযোদ্ধা ছিলেন মুক্তিযোদ্ধা, শিক্ষাবিদ ও অভিজ্ঞ রাজনীতিক ড. খন্দকার মোশাররফ হোসেন। শেখ মুজিবুর রহমানের শাসনামলে শিক্ষা ও উন্নয়ন কর্মকা-ে যুক্ত থাকলেও পরবর্তীতে শহীদ জিয়ার রাজনৈতিক দর্শনে অনুপ্রাণিত হয়ে বিএনপিতে যোগ দেন তিনি। দলের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন ও সংগঠনের ভীত মজবুত করতে বিশেষ অবদান রাখেন।
মন্ত্রী হিসেবে তিনি পরিকল্পনা, স্বাস্থ্য ও শ্রম মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন। পঞ্চবার্ষিক পরিকল্পনার মাধ্যমে অর্থনৈতিক রূপরেখা বাস্তবায়ন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সম্প্রসারণ, প্রাথমিক স্বাস্থ্যসেবা উন্নয়ন, শ্রমিক কল্যাণ ও শ্রমনীতি প্রণয়নে তিনি ভূমিকা রাখেন।
রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গুরুত্বপূর্ণ সংস্কার
বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তন (১৯৭৮)
কৃষি বিপ্লব : উন্নত জাতের ধান, সার ও সেচের প্রসার
গ্রামীণ উন্নয়ন : গ্রাম সরকার ও অবকাঠামো প্রকল্প
শিল্পায়ন : বেসরকারি বিনিয়োগে উৎসাহ
আন্তর্জাতিক কূটনীতি : দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতার (সার্ক) প্রস্তাব
ড. খন্দকার মোশাররফ হোসেনের মন্ত্রিত্বকালের সাফল্য
পরিকল্পনা মন্ত্রণালয় : অবকাঠামো ও অর্থনৈতিক উন্নয়নের রূপরেখা
স্বাস্থ্য মন্ত্রণালয় : উপজেলা স্বাস্থ্যসেবা সম্প্রসারণ
শ্রম মন্ত্রণালয় : শ্রমিক কল্যাণ ও নীতিমালা প্রণয়ন
দলীয় নেতৃত্ব : বিএনপিকে সুসংগঠিত ও শক্তিশালী করা
বিশ্লেষকরা মনে করেন, শহীদ জিয়া ও ড. খন্দকার মোশাররফের রাজনৈতিক বন্ধন ছিল দেশপ্রেম, উন্নয়ন ভাবনা ও গণতান্ত্রিক মূল্যবোধে দৃঢ়। একজন স্বাধীনতার ঘোষক ও রাষ্ট্রনায়ক, অন্যজন তাঁর স্বপ্ন বাস্তবায়নে নিরলস সংগ্রামী সহযোদ্ধা। তাঁদের অবদান আজও গণতন্ত্রকামী মানুষের জন্য অনুপ্রেরণার উৎস।
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : প্রধান উপদেষ্টা : মো. আবদুল লতিফ জনি, সম্পাদক ও প্রকাশক : মাহাবুবুল হক, ১১ ইব্রাহিম ম্যানশন (৫ম তলা),পুরানা পল্টন, ঢাকা-১০০০।। ফোন নাম্বার-+8809697648889/ +8809638548103 , ওয়েবসাইট : www.shirsoaparadh.com, Email: editor.dso@gmail.com,
স্বত্ব © ২০১২-২০২৪ দৈনিক শীর্ষ অপরাধ