সাইফুল ইসলাম : দেশের প্রাকৃতিক সম্পদ রক্ষায় অনিয়ম ও অব্যবস্থাপনা যেন এক অভিন্ন চিত্র। সিলেটের নদী থেকে পাথর উত্তোলনের বিষয়টি ইতিমধ্যেই আলোচনায় এসেছে। তবে আরেকটি ভয়াবহ বাস্তবতা এখনো আড়ালে রয়ে গেছে—বান্দরবানের পাহাড়ি ছড়াগুলো থেকে নিয়মবহির্ভূতভাবে পাথর উত্তোলন।
পাহাড়ি ছড়ার বুক চিরে, তলদেশ খুঁড়ে প্রতিদিন অবাধে পাথর তোলা হচ্ছে। এতে শুধু পাহাড়ি গঠনই ধ্বংস হচ্ছে না, বাড়ছে পাহাড় ধসের ঝুঁকি, ব্যাহত হচ্ছে প্রাকৃতিক জলপ্রবাহ। ক্ষতিগ্রস্ত হচ্ছে স্থানীয় কৃষিজমি ও বনভূমি, হুমকির মুখে পড়ছে জীববৈচিত্র্য।
বিশেষজ্ঞদের মতে, সিলেটে নদীর উজান থেকে প্রতি বছর নতুন করে পাথর ভেসে আসে। ফলে সেখানে উত্তোলন হলেও কিছুটা প্রাকৃতিক পুনঃসংস্থান ঘটে। কিন্তু বান্দরবানে যে পাথর একবার তোলা হয়, তা আর ফিরে আসে না। তাই ক্ষতিটাও স্থায়ী ও অপূরণীয়।
স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালী মহলের ছত্রচ্ছায়ায় চলছে এ অবাধ উত্তোলন। আর কর্তৃপক্ষের দুর্বল তদারকি ও আইন প্রয়োগের শৈথিল্যই এ ধ্বংসযজ্ঞকে আরও উৎসাহিত করছে।
বান্দরবান পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক মোঃ রেজাউল করিম বলেন , এখনই কার্যকর উদ্যোগ না নিলে বান্দরবানের পাহাড়ি ছড়াগুলো একদিন পুরোপুরি নিঃস্ব হয়ে যাবে। এর প্রভাব পড়বে নদ-নদী, কৃষি, জলবায়ু ও মানুষের জীবনে। তাই জরুরি ভিত্তিতে প্রয়োজন—কঠোর আইন প্রয়োগ, স্থানীয় পর্যায়ে সচেতনতা বৃদ্ধি, বিকল্প জীবিকার ব্যবস্থা এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা।
নইলে ক্ষতির দায় বহন করতে হবে প্রজন্মের পর প্রজন্মকে।
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : প্রধান উপদেষ্টা : মো. আবদুল লতিফ জনি, সম্পাদক ও প্রকাশক : মাহাবুবুল হক, ১১ ইব্রাহিম ম্যানশন (৫ম তলা),পুরানা পল্টন, ঢাকা-১০০০।। ফোন নাম্বার-+8809697648889/ +8809638548103 , ওয়েবসাইট : www.shirsoaparadh.com, Email: editor.dso@gmail.com,
স্বত্ব © ২০১২-২০২৪ দৈনিক শীর্ষ অপরাধ