আবদুল আহাদ হোসেন : ১৬ মে ২০২৪ তারিখ ২২০০ ঘটিকায় রাজধানীর শ্যামপুর থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে কুখ্যাত মাদক ব্যবসায়ী চক্রের মূলহোতা ১। মোঃ লিপু (৫০), পিতা-মৃত ছামছুদ্দিন ঢালি, সাং-বলই, থানা-টঙ্গীবাড়ী, জেলা-মুন্সিগঞ্জ এবং তার প্রধান সহযোগী ২। জিন্টু ডালী (৪৮), পিতা- মোঃ গনি ঢালি, সাং-আউটশাহী, থানা- টঙ্গীবাড়ী, জেলা- মুন্সিগঞ্জ, ৩। মোঃ নজরুল ইসলাম (৪২), পিতা-দেলোয়ার হোসেন, সাং-কাজিকসবা বড় কাজিবাড়ি, থানা-মুন্সিগঞ্জ সদর, জেলাঃ মুন্সিগঞ্জ, ৪। মোঃ আকাশ (৩১), পিতা মোঃ ফালোন, সাং- বাসা নং-১৬১, পোস্তগোলা বাজার গলি, হাফেজ নগর, থানা-শ্যামপুর, ডিএমপি, ঢাকা এবং ৫। মোঃ মাইদুল হাসান (২৮), পিতা- মৃত দুলাল হাসান, সাং- মালিলংকর, থানা-লৌহজং, জেলা- মুন্সিগঞ্জদের‘কে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত লিপু মাদক ব্যবসায়ী চক্রের মূলহোতা। দীর্ঘদিন যাবৎ চক্রটি অভিনব পদ্ধতিতে পরষ্পরের সাথে যোগসাজশে অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল কুমিল্লা ও কক্সবাজার জেলার উখিয়া সীমান্তবর্তী এলাকা থেকে ক্রয় করে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছে। তারা বিভিন্ন পরিবহনে যাত্রীবেশে ও পণ্যবাহী গাড়িতে মালামাল পরিবহনের আড়ালে সীমান্তবর্তী এলাকা হতে ক্রয় করে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় মাদক বিক্রয় করতো। চক্রটি সীমান্তবর্তী এলাকা হতে অবৈধ মাদক দ্রব্য ফেন্সিডিল ক্রয় করে নিয়ে এসে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রয় করার সময় র্যাব-৩ এর আভিযানিক দলের নিকট হাতেনাতে গ্রেপ্তার হয়।এসময় চক্রটির নিকট হতে অবৈধ মাদক দ্রব্য ১২৩ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়। এসকল মাদক ব্যবসায়ী চক্রের সদস্যদের আইনের আওতায় আনার জন্য র্যাবের অভিযান অব্যাহত রয়েছে।
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : এম এস প্লাজা, ২৮/১/বি, (৩য় তলা), টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।ফোন নাম্বার-+8809697648889/ +8809638548103 , ওয়েবসাইট : www.shirsoaparadh.com, Email:editor.dso@gmail.com, shirsoaparadhnews@gmail.com
স্বত্ব © ২০১২-২০২৪ দৈনিক শীর্ষ অপরাধ