সাইফুল ইসলাম, বান্দরবান : বাংলাদেশের নারী ক্রীড়াঙ্গনের জন্য একটি মাইলফলক সৃষ্টি হতে যাচ্ছে। আসন্ন কাতার সফরে প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গী হচ্ছেন চারজন জাতীয় নারী ক্রীড়াবিদ।
তাঁরা হলেন—ফুটবলার আফিদা খন্দকার ও উখিয়ার শাহেদা আক্তার রিপা, ক্রিকেটার সুমাইয়া আক্তার এবং শারমিন সুলতানা।
এই প্রথমবারের মতো কোনো সরকার প্রধানের রাষ্ট্রীয় সফরে একজনের বেশি নারী ক্রীড়াবিদ একসঙ্গে প্রতিনিধি হিসেবে অংশ নিচ্ছেন। ক্রীড়াক্ষেত্রে নারীর অংশগ্রহণ ও আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের ভাবমূর্তি তুলে ধরতেই এই বিশেষ আমন্ত্রণ বলে জানা গেছে।
বিশেষ করে উখিয়ার শাহেদা আক্তার রিপা এর আগেও জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ফুটবলে দক্ষতা প্রমাণ করেছেন। তাঁর এই সফর নতুন অনুপ্রেরণা হয়ে উঠতে পারে দেশের প্রত্যন্ত অঞ্চলের মেয়েদের জন্য।
প্রসঙ্গত, সফরে নারী ক্রীড়াবিদদের বিভিন্ন আন্তর্জাতিক ক্রীড়া সংস্থার প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় এবং ক্রীড়া কূটনীতির অংশ হিসেবে কিছু কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে।
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : এম এস প্লাজা, ২৮/১/বি, (৩য় তলা), টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।ফোন নাম্বার-+8809697648889/ +8809638548103 , ওয়েবসাইট : www.shirsoaparadh.com, Email:editor.dso@gmail.com, shirsoaparadhnews@gmail.com
স্বত্ব © ২০১২-২০২৪ দৈনিক শীর্ষ অপরাধ