নিজস্ব প্রতিবেদক: র্যাব নিয়মিত জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, ছিনতাইকারীসহ মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে। “চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে” শ্লোগানকে সামনে রেখে মাদক নির্মূলে র্যাব মাদক বিরোধী অভিযানে মুন্সীগঞ্জ জেলার টংগীবাড়ী এলাকা হতে ২৩.৫ (তেইশ দশমিক পাঁচ) কেজি গাঁজাসহ আমিনুল ইসলাম (২০) নামের ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছ র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০।
গতকাল ১৬ এপ্রিল সন্ধ্যায় র্যাব-১০ গোপন সংবাদের ভিত্তিতে মুন্সীগঞ্জ জেলার টংগীবাড়ী এলাকায় একটি অভিযান পরিচালনা করে ৭,০৫,০০০/- (সাত লক্ষ পাঁচ হাজার) টাকা মূল্যমানের ২৩.৫ (তেইশ দশমিক পাঁচ) কেজি গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম মোঃ আমিনুল ইসলাম (২০), পিতা-মোঃ মোতালেব সরদার, সাং-গোয়ালীমান্দ্রা, থানা-লৌহজং, জেলা-মুন্সীগঞ্জ বলে জানা যায়। এ সময় তার নিকট হতে ০২টি স্বর্ণ ও রুপা খোঁজার হোচা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তি একজন পেশাদার মাদক ব্যবসায়ী। সে বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে অবৈধ পন্থায় গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে মুন্সিগঞ্জসহ আশপাশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।
গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে একটি মাদক মামলা রুজু করতঃ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১০ এর সহকারী পুলিশ সুপার এম. জে. সোহেল
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : এম এস প্লাজা, ২৮/১/বি, (৩য় তলা), টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।ফোন নাম্বার-+8809697648889/ +8809638548103 , ওয়েবসাইট : www.shirsoaparadh.com, Email:editor.dso@gmail.com, shirsoaparadhnews@gmail.com
স্বত্ব © ২০১২-২০২৪ দৈনিক শীর্ষ অপরাধ