মনিরুজ্জামান, জেলা প্রতিনিধি-টাঙ্গাইল : ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস ২০২৪ উপলক্ষে টাঙ্গাইলের এলেঙ্গায় মধুপুর (এলেঙ্গা) হাইওয়ে থানা’র অফিসার ইনচার্জ নান্নু খান এর নেতৃত্বে সরকারি শামসুল হক কলেজ এলেঙ্গার কেন্দ্রীয় শহীদ মিনারে সকাল ৭.৩০ মিনিটে পুষ্পস্তবক দিয়ে মহান মুক্তিযুদ্ধে সকল বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন এলেঙ্গা প্রেস ক্লাবের সভাপতি, মাছুদুর রহমান মিলন, দৈনিক শীর্ষ অপরাধ এর টাঙ্গাইল জেলা প্রতিনিধি- মনিরুজ্জামান, দৈনিক নাগরিক ভাবনার কালিহাতি উপজেলা প্রতিনিধি, মনির হোসেন সহ হাইওয়ে পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
প্রধান উপদেষ্টা : মো. আবদুল লতিফ জনি, সম্পাদক ও প্রকাশক : মাহাবুবুল হক, বার্তা ও বানিজ্যিক কার্যালয় : ১১ ইব্রাহিম ম্যানশন (৫ম তলা),পুরানা পল্টন, ঢাকা-১০০০।। ফোন নাম্বার-+8809697648889/ +8809638548103 , ওয়েবসাইwww.shirsoaparadh.com, Email: editor.dso@gmail.com,
স্বত্ব © ২০১২-২০২৪ দৈনিক শীর্ষ অপরাধ