রাজশাহী প্রতিনিধি :- রাজশাহী বাসস্ট্যান্ডে গাড়ির জন্য অপেক্ষারত অবস্থায় ছিনতাইকারীদের কবলে পড়েছে গোদাগাড়ীর রনি নামের এক যুবক।
রংপুর যাওয়ার পথে রাজশাহী বাসস্ট্যান্ডে রনি (৩৫) নামের ঐ যুবককে গলা কেটে হত্যার চেষ্টা চালায় তারা।
১৬ সেপ্টেম্বর (রবিবার) সকালে রাজশাহীতে এ ঘটনা ঘটে।
আহত রনি গোদাগাড়ী উপজেলা মহিশালবাড়ি সাগরপাড়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে। রনির বাবা শহিদুল জানান, রংপুর আদালতে একটি মামলার হাজিরা দিতে যাওয়ার জন্য বাসস্ট্যান্ডে অপেক্ষা করছিল। ঐ সময় একদল ছিনতাইকারী আকস্মিক রনিকে ঘিরে ফেলে। এ সময় রনির গলা কেটে হত্যার চেষ্টা চালায় তারা।
দুর্বৃত্তদের সঙ্গে তার ধস্তাধস্তি ও চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে পালিয়ে যায় ছিনতাইকারীরা। পরে আহত রনিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এ বিষয়ে রনির বাবা শহিদুল ইসলাম জানান, গলার চামড়া যথেষ্ট কেটে গেলেও চিকিৎসক বলছেন তিনি আশঙ্কামুক্ত। বর্তমানে ওই যুবক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন।
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : এম এস প্লাজা, ২৮/১/বি, (৩য় তলা), টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।ফোন নাম্বার-+8809697648889/ +8809638548103 , ওয়েবসাইট : www.shirsoaparadh.com, Email:editor.dso@gmail.com, shirsoaparadhnews@gmail.com
স্বত্ব © ২০১২-২০২৪ দৈনিক শীর্ষ অপরাধ