আব্দুল আজিজ কুমিল্লা প্রতিনিধি :
কুমিল্লা-২ হোমনা-তিতাসকে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকমুক্ত একটি আদর্শ আসন হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তিতাস উপজেলা শাখার সভাপতি সাঈদ আহমেদ সরকার।
শনিবার (১৬ আগষ্ট) সকাল ১১টায় তিতাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনে এমপি পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে সাঈদ আহমেদ সরকার বলেন, “আমরা চাই হোমনা ও তিতাসকে নিয়ে পুনর্বিন্যস্ত কুমিল্লা-২ আসনটি নির্বাচন কমিশন থেকে গেজেট আকারে প্রকাশ করা হোক। কারণ এই দুটি উপজেলার জনগণের সামাজিক, সাংস্কৃতিক ও আত্মিক সম্পর্ক অত্যন্ত গভীর।” তিনি জানান, এনসিপি কেন্দ্রীয়ভাবে এ বিষয়ে ইতোমধ্যে কার্যক্রম শুরু করেছে।
তিনি বলেন, “আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমার দল যদি অংশগ্রহণ করে, তবে আমি এনসিপির পক্ষ থেকে কুমিল্লা-২ আসনে মনোনয়ন প্রত্যাশী। দল থেকে মনোনয়ন পেলে জনসমর্থনের ভিত্তিতে নির্বাচন করব ইনশাআল্লাহ্।”
তিনি আরও বলেন, “আমাদের লক্ষ্য তিতাস ও হোমনাকে একটি শান্তিপূর্ণ, ন্যায়ভিত্তিক এবং আদর্শ এলাকা হিসেবে গড়ে তোলা। চাঁদাবাজি, ঘুষ, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্সে যাব। যদি আমাদের দলের কেউ এসব অপকর্মে লিপ্ত থাকে, তার বিরুদ্ধেও কঠোর সাংগঠনিক ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
সংবাদ সম্মেলনে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “যারা ঘুষ, চাঁদাবাজি, মাদক বা বিচার বাণিজ্যের সঙ্গে জড়িত, তাদের এখনই ফিরে আসার আহ্বান জানাই। নইলে ছাত্র-জনতাকে সাথে নিয়ে তাদের প্রতিহত করা হবে।”
সাংগঠনিক প্রসঙ্গে তিনি জানান, তিতাস উপজেলায় ২১ সদস্যবিশিষ্ট কমিটি ইতোমধ্যে গঠিত হয়েছে এবং অচিরেই প্রতিটি ইউনিয়নে মতবিনিময় সভা শেষে ইউনিয়ন কমিটি গঠন করা হবে।
তিনি জনগণের উদ্দেশ্যে বলেন, “আমরা আপনাদের ভাই, সন্তান। আপনারা আমাদেরকে ভালোবাসা ও সহযোগিতা করুন। আমাদের সংগঠনকে শক্তিশালী করুন, যাতে আমরা সমাজে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারি এবং জনগণের অধিকার নিশ্চিত করতে পারি।”
সংবাদ সম্মেলনে হোমনা উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী রাজু আহমেদ সরকার, তিতাস উপজেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী মামুন রশিদ ও মোহাম্মদ লুৎফরসহ দলের অন্যান্য নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন
মন্তব্য করুন