নুসরাত জাহান নিশু, রাজস্থলী প্রতিনিধি।
রাঙ্গামাটির কাপ্তাই জোনের অন্তর্গত বাঙ্গালহালিয়া সেনা ক্যাম্পে শনিবার (১৬ আগস্ট) সকালে প্রেসক্লাবের গণমাধ্যম কর্মীদের সঙ্গে সেনাবাহিনীর মতবিনিময় ও সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন জাতীয় দৈনিক, টেলিভিশন চ্যানেল ও অনলাইন প্ল্যাটফর্মের মোট ৯ জন গণমাধ্যম কর্মী অংশগ্রহণ করেন। সভায় সভাপতিত্ব করেন রাজস্থলী সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর মোঃ জিয়াউর রহমান।
তিনি বলেন, এই আয়োজনের মূল উদ্দেশ্য হলো পারস্পরিক পরিচিতি ও বোঝাপড়া বৃদ্ধি এবং রাজস্থলী উপজেলার শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় গণমাধ্যমের সঙ্গে সহযোগিতা জোরদার করা। বাংলাদেশ সেনাবাহিনী পেশাদার, নিরপেক্ষ ও সাংবিধানিক দায়িত্ব পালনে প্রতিশ্রুতিবদ্ধ উল্লেখ করে তিনি আরও বলেন— দেশের সংকটময় সময়ে কিংবা রাষ্ট্র কর্তৃক অর্পিত দায়িত্ব পালনে সেনাবাহিনী অতীতেও নিষ্ঠার সঙ্গে কাজ করেছে এবং বর্তমানে সার্বিক স্থিতিশীলতা ও জননিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
সাম্প্রতিক সময়ে গুজব, অপপ্রচার ও ভুয়া তথ্য ছড়িয়ে সামাজিক অস্থিরতা সৃষ্টির প্রেক্ষাপটে তিনি বলেন, গণমাধ্যম একটি শক্তিশালী মাধ্যম। জনসচেতনতা বৃদ্ধি, বিভ্রান্তি রোধ ও সত্য প্রতিষ্ঠায় সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। এ সময় তিনি গণমাধ্যমকে নিরপেক্ষ তথ্য উপস্থাপন এবং জননিরাপত্তার স্বার্থে সেনাবাহিনীকে প্রয়োজনীয় তথ্য জানানোর আহ্বান জানান।
সভায় উপস্থিত সাংবাদিকরা সেনাবাহিনীর এ সৌহার্দপূর্ণ উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও ঘনিষ্ঠ সহযোগিতার প্রত্যাশা ব্যক্ত করেন। সবাই মনে করেন, এই সম্পর্ক রাজস্থলী ও বাঙ্গালহালিয়ায় স্থিতিশীলতা ও অগ্রগতিতে ইতিবাচক ভূমিকা রাখবে।
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : প্রধান উপদেষ্টা : মো. আবদুল লতিফ জনি, সম্পাদক ও প্রকাশক : মাহাবুবুল হক, ১১ ইব্রাহিম ম্যানশন (৫ম তলা),পুরানা পল্টন, ঢাকা-১০০০।। ফোন নাম্বার-+8809697648889/ +8809638548103 , ওয়েবসাইট : www.shirsoaparadh.com, Email: editor.dso@gmail.com,
স্বত্ব © ২০১২-২০২৪ দৈনিক শীর্ষ অপরাধ