নিজস্ব প্রতিবেদক, ঢাকা | ১৬ জুলাই ২০২৫
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, “জার্নালিজম একটি পবিত্র দায়িত্ব, এটি একটি আমানত, এটি জনগণের মুখপাত্র।”
আজ হোটেল লা মেরিডিয়ানে বাংলা এডিশন অনলাইন নিউজ পোর্টালের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, “সাহসি, সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমাদের দেশে অনেক স্থূলতা দেখা গেছে। আমি আশা করি, বাংলা এডিশন সে ঘাটতি পূরণে সাহসী ভূমিকা রাখবে।”
উপদেষ্টা আরও বলেন, “হলুদ সাংবাদিকতার অবসান ঘটাতে হবে। প্রমাণ ছাড়া কাউকে অভিযুক্ত করা, ইতিহাস বিকৃত করা—এসব যেন আর না ঘটে। সত্য, সততা ও বৈজ্ঞানিক বিশ্লেষণ ভিত্তিক সাংবাদিকতার চর্চা হওয়া উচিত।”
অনুষ্ঠানে সাংবাদিক কলামিস্ট ইলিয়াস হোসেন, কনক সরোয়ার, পিনাকী ভট্টাচার্য অনলাইনে সংযুক্ত হয়ে বক্তব্য রাখেন। এছাড়া উপস্থিত ছিলেন জুলাই-গণআন্দোলনের শহীদ পরিবার, বিএনপি-জামায়াতের নেতৃবৃন্দ, সুশীল সমাজ ও মিডিয়ার বিশিষ্টজনেরা।
দুপুরে উপদেষ্টা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত জুলাই শহীদ দিবস ২০২৫ উপলক্ষে দোয়া ও আলোচনা সভায় অংশ নেন। সেখানে শহীদদের আত্মার শান্তি ও আহতদের সুস্থতা কামনা করে দোয়া করা হয়।
সভায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ এনডিসি, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোঃ মহিউদ্দিনসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন