মাহবুব সরকার: সংযুক্ত আরব আমিরাত।
বিশ্বের বিভিন্ন দেশে নানা পেশায় ছড়িয়ে ছিটিয়ে আছে প্রায় দেড় কোটি প্রবাসী। দেশের মত করে বাঙ্গালির সংস্কৃতি ও ঐতিহ্যকে চর্চা করার সুযোগ হয় না অধিকাংশ প্রবাসীর। তবে সম্প্রতি জাজিরাতুল আরব তথা সংযুক্ত আরব আমিরাতে বাঙালিদের পিঠা উৎসব, বসন্ত, বৈশাখী এবং বিবাহ সহ বিভিন্ন সামাজিক আচার, অনুষ্ঠান এবং উৎসব পালন করতে দেখা যায় প্রবাসীদের।
শুক্রবার (১২ জুলাই ২০২৪) আমিরাতের রাজধানী আবুধাবির হোটেল ইন্টারকন্টিনেন্টাল এর ইস্তাকবাল হলে অনুষ্ঠিত হয় এমনি একটি পুত পবিত্র সামাজিক বন্ধনের অনুষ্ঠান। সামাজিক এ অনুষ্ঠানে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি নেতা, সংযুক্ত আরব আমিরাতের বিশিষ্ট ব্যবসায়ী ও কমিউনিটি ব্যক্তিত্ব মোহাম্মদ জসিম এর জ্যেষ্ঠ পুত্র প্রকৌশলী তানভির এবং বিশিষ্ট ব্যবসায়ী সাইফুল্লাহর কন্যা ডাঃ সামিরা'র বিবাহত্তোর সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে অংশগ্রহণ করেন বিএনপি নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, ইউএই বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বঙ্গবন্ধু পরিষদ আবুধাবি কেন্দ্রীয় কমিটি, জাতীয়তাবাদী ফোরাম, প্রবাসী কল্যান পরিষদ ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, রাজনৈতিক, কমিউনিটি, সাংস্কৃতিক ব্যক্তিবর্গ, দুই পরিবারের আত্মীয় স্বজন, স্থানীয় অতিথি এবং দেশী বিদেশী শুভাকাঙ্ক্ষী সহ প্রায় চার শতাধিক ব্যক্তিবর্গ। দেশি-বিদেশি অতিথিদের আগমনে অনুষ্ঠানটি প্রবাসীদের মিলনমেলায় পরিনত হয়।
অনুষ্ঠানে আগত বিদেশী নাগরিকগন এ আয়োজনের ভূয়সী প্রসংশার পাশাপাশি এ ধরনের আয়োজনে ভাতৃত্ব ও সম্প্রীতির বন্ধনে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করেন। অনুষ্ঠান তত্ত্বাবধানে ছিলেন মোহাম্মদ দিদারুল আলম, সাখাওয়াত হোসেন বকুল, খোরশেদ তালুকদার, মোহাম্মদ আজিম উদ্দিন ও মোহাম্মদ নাজিম উদ্দিন।
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : এম এস প্লাজা, ২৮/১/বি, (৩য় তলা), টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।ফোন নাম্বার-+8809697648889/ +8809638548103 , ওয়েবসাইট : www.shirsoaparadh.com, Email:editor.dso@gmail.com, shirsoaparadhnews@gmail.com
স্বত্ব © ২০১২-২০২৪ দৈনিক শীর্ষ অপরাধ