এম,ডি রেজওয়ান আলী বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি-সৌদি আরবের সাথে মিল রেখে বিরামপুর উপজেলায় আগাম ঈদের নামাজ আদায় করেছে মুসল্লীররা। আজ রোববার (১৬ জুন-২৪) দিনাজপুর বিরামপুর উপজেলার বিনাইল ইউনিয়নের আয়রা বাজার জামে মসজিদে এবং জোতবানী ইউনিয়নের খয়েরবাড়ি মির্জাপুর জামে মসজিদে কয়েকশ’ পরিবারের মানুষ ঈদুল আজহার নামাজ আদায় করেছেন। এছাড়াও দিনাজপুর জেলায় সৌদি আরবের সাথে মিল রেখে ৬টি উপজেলায় ঈদুল আজহার নামাজ আদায় করেছেন মুসল্লিদের একাংশ মুসল্লী। শহরের চারুবাবুর মোড়স্থ পার্টি সেন্টার, চিরিরবন্দর উপজেলার রাবার ড্যাম এলাকায়,কাহারোল উপজেলা সদরের জয়নন্দ গ্রামে,১৩ মাইল এলাকায়, বোচাগঞ্জে,বিরল উপজেলার বনগাঁ জামে মসজিদে আগাম ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। এই জামায়াতে পুরুষ,মহিলা ও শিশুসহ প্রায় ২৫০ জন মুসল্লি অংশগ্রহণ করেন। এই জামাতে ইমামতি করেন দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার মোহাজেরপুর গ্রামের বাসিন্দা মাওলানা মো.আব্দুর রাজ্জাক। এছাড়াও চিরিরবন্দর উপজেলার সাইতারা ইউনিয়নের রাবার ড্যাম,ফতেহজংপুর গ্রামে,কাহারোল উপজেলার জয়নন্দ গ্রামে,১৩ মাইলে,ভবানীপুর গ্রামে,বিরল উপজেলার ভারাডাঙ্গী গ্রামে,পশ্চিম বনগাঁ জামে মসজিদ ও বিরামপুর উপজেলার বিনাইল ইউনিয়নের আয়রা বাজার জামে মসজিদে এবং জোতবানী ইউনিয়নের খয়েরবাড়ি মির্জাপুর জামে মসজিদে প্রায় ২২টি গ্রামের কয়েকশ মানুষ ঈদুল আজহার নামাজ আদায় করেছেন।
উল্লেখ্য,সৌদি আরবের সাথে মিল রেখে এই জেলায় ২০০৭ সাল থেকে ঈদের নামাজ আদায় করে আসছেন মুসলমানদের একাংশ। প্রথমে মুসল্লির সংখ্যা কম থাকলেও বর্তমানে ২০২৪ সালে এসে তা বেড়ে প্রায় ৩০০ জনে পৌঁছেছে। সময় বেড়ে যাওয়ার ফলে মুসুল্লীদের সংখ্যা বেড়েই চলেছে।
কোন রকম ঝামেলা ছাড়াই মুসল্লীরা ঈদের জামাতে নামাজ আদায় করেছেন বলে জানা যায়।
মন্তব্য করুন