দুলাল সরকার, গজারিয়া:
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় তিতাস গ্যাস কর্তৃপক্ষের বিশেষ অভিযানে পৃথক তিনটি চুনা কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে কারখানাগুলো গুঁড়িয়ে দেওয়া হয়েছে। সোনারগাঁ মেঘনাঘাট অঞ্চলের তিতাস গ্যাসের ব্যবস্থাপক সুরজিত কুমার সাহা জানান, কারখানাগুলোতে প্রতি মাসে প্রায় অর্ধ কোটি টাকার গ্যাস ব্যবহার হতো।
অভিযানটি পরিচালিত হয় গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নের আনারপুরা ও ভাটেরচর নতুন রাস্তা সংলগ্ন এলাকায়। অভিযানে নেতৃত্ব দেন গজারিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মামুন শরীফ।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মামুন শরীফ বলেন, “গজারিয়া উপজেলার বিভিন্ন স্থানে অবৈধ গ্যাস সংযোগে পরিচালিত একাধিক ঢালাই লোহা ও চুনা কারখানার তথ্য পাওয়া গেছে। খবর পাওয়ার পরপরই অভিযান পরিচালনা করা হয়। আজকের অভিযানে তিনটি অবৈধ চুনা কারখানা গুঁড়িয়ে দেওয়া হয়েছে।”
তিনি আরও জানান, এসব অবৈধ কারখানার জন্য ভাড়া দেওয়া জমির মালিকদেরও আইনের আওতায় আনার কার্যক্রম চলছে।
তিতাস গ্যাসের ব্যবস্থাপক সুরজিত কুমার সাহা বলেন, “নারায়ণগঞ্জের সোনারগাঁ এবং মুন্সিগঞ্জের গজারিয়ায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে আমাদের নিয়মিত অভিযান চলছে। আজকের অভিযানে এক্সকাভেটর ব্যবহার করে তিনটি কারখানার সব স্থাপনা ধ্বংস করা হয়েছে।”
অভিযানে সহায়তা করেন সহকারী প্রকৌশলী শাহ আলম রনি, উপসহকারী প্রকৌশলী জহিরুল ইসলাম এবং গজারিয়া থানা পুলিশ।
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : এম এস প্লাজা, ২৮/১/বি, (৩য় তলা), টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।ফোন নাম্বার-+8809697648889/ +8809638548103 , ওয়েবসাইট : www.shirsoaparadh.com, Email:editor.dso@gmail.com, shirsoaparadhnews@gmail.com
স্বত্ব © ২০১২-২০২৪ দৈনিক শীর্ষ অপরাধ