মেহেদী হাসান মিরাজ, পঞ্চগড়:
বাংলাদেশে চীনের অর্থায়নে নির্মিত এক হাজার শয্যাবিশিষ্ট একটি আধুনিক হাসপাতাল পঞ্চগড়ে স্থাপনের দাবিতে আজ ১৬ এপ্রিল (বুধবার) বেলা ১১টায় মানববন্ধন ও কর্মসূচি অনুষ্ঠিত হয়। শহরের শেরে বাংলা পার্ক মোড়ে এ কর্মসূচিতে ব্যানার হাতে নিয়ে অংশগ্রহণ করেন শিক্ষক, শিক্ষার্থী, চিকিৎসক, সাংবাদিক, রাজনৈতিক নেতাকর্মী, নারীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।
দুই ঘণ্টাব্যাপী এই মানববন্ধন শেষে বক্তব্য রাখেন পঞ্চগড় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মির্জা নাজমুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের পঞ্চগড় জেলা শাখার সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম, জেলা জামায়াতের আমির ইকবাল হোসেন, পঞ্চগড় সম্মিলিত স্বেচ্ছাসেবী ফোরামের আহ্বায়ক আহসান হাবিব সরকার এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পঞ্চগড় জেলার সমন্বয়ক ফজলে রাব্বী।
বক্তারা বলেন, দেশের সর্বউত্তরের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ের চিকিৎসা ব্যবস্থা অত্যন্ত দুর্বল। উন্নত চিকিৎসার জন্য এখানকার মানুষকে রংপুরসহ অন্যান্য জেলায় যেতে হয়, এতে সময় ও অর্থের অপচয় হয় এবং অনেক রোগী সঠিক চিকিৎসার অভাবে পথেই প্রাণ হারান। তারা বলেন, চীনের অর্থায়নে ১ হাজার শয্যাবিশিষ্ট হাসপাতালটি যদি পঞ্চগড়ে স্থাপন করা হয়, তবে উত্তরাঞ্চলের স্বাস্থ্যসেবায় বৈপ্লবিক পরিবর্তন আসবে।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, দেশের সামগ্রিক উন্নয়নের স্বার্থেই এই হাসপাতালটি পঞ্চগড়ে স্থাপন করা জরুরি। দ্রুত সময়ের মধ্যে সরকারকে এই বিষয়ে সুস্পষ্ট সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন এবং প্রয়োজনে অনশন কর্মসূচি পালনের হুঁশিয়ারিও দেন।
এর আগে গত ১৫ এপ্রিল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার মো. শরিফুল ইসলাম নিজের ফেসবুক পেজে পঞ্চগড়ে চীনের অর্থায়নে হাসপাতাল স্থাপনের পক্ষে পোস্ট করেন। এছাড়াও জেলার অনেকেই তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে একই দাবি জানিয়ে পোস্ট করেছেন। দাবি করা হয়, এই হাসপাতাল স্থাপনের বিষয়টি পঞ্চগড় জেলার পাঁচটি থানার ১৫ লাখ মানুষের প্রাণের দাবি।
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : এম এস প্লাজা, ২৮/১/বি, (৩য় তলা), টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।ফোন নাম্বার-+8809697648889/ +8809638548103 , ওয়েবসাইট : www.shirsoaparadh.com, Email:editor.dso@gmail.com, shirsoaparadhnews@gmail.com
স্বত্ব © ২০১২-২০২৪ দৈনিক শীর্ষ অপরাধ