আবুল কালাম আজাদ চৌধুরী:
তোমার জ্ঞানের অবধারিত দ্বার
শিক্ষার আলোকে তুমি করে গেছো আলোকিত বারবার।
নিশীথ শেষের বার্তা তুমি ঘোঁচাও অন্ধকার।
জীবনের প্রতি পদক্ষেপে অবদান আছে তোমার ।
পথপ্রদর্শক তুমি বিনাশ করো ভয়
তোমার হাতেই গড়ে ওঠে আমাদের পরিচয় ….
তুমি জ্ঞানগর্বের মানুষটি রেখে গেছো তোমার স্নেহকন্যা নক্ষত্রের আলোর শিখা……………..
তোমার আলোয় আলোকিত আজ সমগ্র বাংলাদেশ ..
০৯ এপ্রিল ১৯৯৬ সালে এমন একটা সুন্দর দিনে
মহান সৃস্টিকর্তা আল্লাহর ডাকে সাড়া দিয়েছো ।
হে বেহেস্তের বাগানের মালিক ! তোমার দরবারে উনাকে বেহেস্তের বাসিন্দা করার আর্জি পেশ করছি । হে মাবুদ কবুল করুন ।
আমীন ।
মন্তব্য করুন