নিজস্ব প্রতিবেদক, দাগনভুইয়া,ফেনী: জাতীয় সংসদ নির্বাচনের রেশ কাটতে না কাটতেই শুরু হতে যাচ্ছে উপজেলা নির্বাচন। যোগ্য প্রার্থীতা বাছাই নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা সমালোচনা ঝড় বইছে। তেমনি ফেনীর দাগনভুইয়া উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে জায়লস্কর ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহিউদ্দিন হায়দারকে দেখতে চায় এলাকার সর্বস্তরের জনগণ ও তার নেতাকর্মীরা।
তিনি উপজেলার জায়লস্কর ইউনিয়নের উত্তর বারাহী গোবিন্দ গ্রামের রুহুল আমিনের ছেলে। এলাকার স্বনামধন্য, জনপ্রিয়, গরীবের বন্ধু,ফেনী দাগনভুইয়া আওয়ামীলীগের দুঃসময়ের কান্ডারী,কারা নির্জাতিত, তরুন ত্যাগী নেতা মোহাম্মদ মহিউদ্দিন হায়দার।
স্ব স্ব ফেসবুক পেইজে ও গ্রুপে জানান দিচ্ছেন তাকে নিয়ে। ইতিমধ্যে তিনি এলাকার বিভিন্ন সামাজিক উন্নয়ন কর্মকাণ্ড করে যাচ্ছেন। মানুষের পাশে দাড়াচ্ছেন নিজের সাধ্যমতে।
মহিউদ্দিন হায়দার সাবেক জেলা ছাত্রলীগ নেতা, জেলা যুবলীগের সদস্য, উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক, বর্তমানে ২০১৯ সাল থেকে জায়লস্ক ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন।
তার একান্ত সাক্ষাৎ কারে মহিউদ্দিন হায়দার বলেন, আমি ছাত্র রাজনীতি করেছি, দাগনভুইয়া উপজেলার সর্বসাধারণের জন্য কাজ করতে চাই এখন জায়লস্কর ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছি। সাধারণ মানুষ যদি চায় তাহলে আমি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচন করতে চাই।
প্রধান উপদেষ্টা : মো. আবদুল লতিফ জনি, সম্পাদক ও প্রকাশক : মাহাবুবুল হক, বার্তা ও বানিজ্যিক কার্যালয় : ১১ ইব্রাহিম ম্যানশন (৫ম তলা),পুরানা পল্টন, ঢাকা-১০০০।। ফোন নাম্বার-+8809697648889/ +8809638548103 , ওয়েবসাইwww.shirsoaparadh.com, Email: editor.dso@gmail.com,
স্বত্ব © ২০১২-২০২৪ দৈনিক শীর্ষ অপরাধ