দাউদকান্দি প্রতিনিধি: মো: জুয়েল রানা
ব্যাটারিচালিত অটোরিকশার এক চালককে হত্যার বিচারের দাবিতে কুমিল্লার দাউদকান্দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ। উপজেলার রায়পুর বাসস্ট্যান্ডের আশপাশের এলাকার চার শতাধিক নারী-পুরুষ সোমবার সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত মহাসড়ক অবরোধ করে।
এ সময় বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচিও পালন করা হয়। এতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের রায়পুর থেকে গৌরীপুর পর্যন্ত চার কিলোমিটার এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। গরমের মধ্যে যানজটে আটকা পড়ে চট্টগ্রামগামী যানবাহনের চালক ও যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়েছে।
মানববন্ধনে বক্তব্য দেন স্থানীয় বাসিন্দা রেদোয়ান আহমেদ, শিক্ষক মো. আবদুস সাত্তার, বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম, উপজেলা যুবলীগের সদস্য মাহবুব আলম, নিহত সফিউল্লাহর স্ত্রী শিরিনা আক্তার, মা রফেজা খাতুন, বড় মেয়ে সামিয়া আক্তার, বোন খুকি আক্তার, সালমা আক্তার, সমাজসেবক দেলোয়ার হোসেন মোল্লা, তাহসিন সওদাগর, হাবিবুর রহমান প্রমুখ।
বেলা ১১টায় দাউদকান্দি মডেল থানার গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ আসাদুজ্জামান ঘটনাস্থলে গিয়ে সঠিক বিচারের আশ্বাস দিলে অবরোধকারীরা মহাসড়ক ছাড়েন। এ ছাড়া দাউদকান্দির সহকারী কমিশনার (ভূমি) জিয়াউর রহমান, দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোজাম্মেল হক ঘটনাস্থলে উপস্থিত হন।
দাউদকান্দির সহকারী কমিশনার (ভূমি) জিয়াউর রহমান বলেন, হত্যাকারী ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির প্রক্রিয়া চলমান এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহত ব্যক্তির পরিবারকে আগামীকাল মঙ্গলবার আর্থিক সহায়তা প্রদান করা হবে। দাউদকান্দি মডেল থানার ওসি মোজাম্মেল হক বলেন, আসামিদের শনাক্ত ও গ্রেপ্তার করতে সর্বোচ্চ আইনি প্রক্রিয়া চলছে। আশা করা যাচ্ছে খুব অল্প সময়ের মধ্যে আসামিদের গ্রেপ্তার করা যাবে এবং আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা যাবে।
গত বুধবার বিকেলে ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে চালানোর উদ্দেশে বাড়ি থেকে বের হন মো. সফিউল্লাহ। এর পর থেকে তাঁকে খুঁজে পাওয়া যায়নি। ঈদের দিন বিকেলে সফিউল্লাহর স্ত্রী শিরিনা আক্তার দাউদকান্দি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। গত শুক্রবার বেলা ১১টায় উপজেলার হাড়িয়ালা সড়কের পাশের একটি ডোবা থেকে নিখোঁজের দুদিন পর দাউদকান্দি মডেল থানা-পুলিশ সফিউল্লাহর লাশ উদ্ধার করেন।
মন্তব্য করুন